স্প্যানিশ আর্মাদা থামিয়ে দিল আজুরি জেদ, ইউরোয় ফাইনালে ইতালি

সাম্যজিৎ ঘোষ
রোম সাম্রাজ্যে দাপিয়ে বেরিয়েও শেষরক্ষা হল না স্প্যানিশ আরমাদার। ইউরোপের দুই সেরা শক্তির মাঠের লড়াই শেষপর্যন্ত টাইব্রেকারেই নির্ধারিত হল। ইউরো কাপের প্রথম সেমিফাইনাল প্রতিযোগিতার সেরা ম্যাচ হওয়ার জন্য সব মশলা ছিল। ইতালি ফিরে গিয়েছিল কিছুটা পুরনো ঘরানায়, প্রতি-আক্রমণ নির্ভর খেলায়। স্পেন কখন ভুল করে সেই সুযোগের আপেক্ষায় ছিল মানচিনির দল। স্পেন শুরুও করেছিল আগ্রাসী মেজাজে। যদিও প্রথাগত স্ট্রাইকার ছাড়া ফল্স নাইন রেখেছিল স্পেন। তাতে অবশ্য গোলের দরজা খোলেনি।
"Only those who don't take penalties don't miss. I was sure that I would score."
👊 Leonardo Bonucci #EURO2020 pic.twitter.com/yrBZRl8xgZ
— UEFA EURO 2020 (@EURO2020) July 6, 2021
দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপাতে মোরাতাকে নামান কোচ এনরিকে। মোরাতার গোলেই সমতায় ফেরে স্পেন। কিন্তু তার আগেই ইতালিকে এগিয়ে দিয়েছিলেন কিয়েসা। যিনি বড় ম্যাচে গোল করা অভ্যাসে পরিণত করেছেন। ৯০ মিনিটে ১-১ থাকার পর অতিরিক্ত সময়েও গোলের রাস্তা খুঁজে পায়নি দুই দলই। শেষে টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী হল ইতালি। টাইব্রেকারে ব্যর্থ হয়ে ট্র্যাজেডির নায়ক হলেন মোরাতা। অন্যদিকে গত দুবছরের অন্ধকার কাটিয়ে আলোয় ফেরার স্বপ্নে বিভোর ফেরারির দেশ। ওয়েম্বলির রং নীল হবে কিনা তা আর কয়েকদিনের অপেক্ষামাত্র।
Comments are closed.