ইউরোয় লুকাকুদের স্বপ্নভঙ্গ! ২-১ গোলে শেষ চারে ইতালি
সাম্যজিৎ ঘোষ
শুক্রবার মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় রুদ্ধশ্বাস থ্রিলারে বেলজিয়ামকে ২-১ এ হারিয়ে দিল আজ্জুরিরা। ম্যাচের ১৩ মিনিটে প্রথম আক্রমণ ইতালির। জালে বল জড়ান লিওনার্দো বোনুচ্চি। ভিএআরের সাহায্য নিয়ে গোল বাতিল করেন রেফারি। চিয়েল্লিনি অফসাইডে ছিল বলে বাতিল হয় গোল। ৩১ মিনিটে ভেরাত্তির পাস থেকে গোল করেন বারেল্লা। ১-০ গোলে এগিয়ে যায় ইতালি। এরপর ৪৪তম মিনিটে মাঝমাঠ থেকে বাঁ দিক দিয়ে উঠে একজনকে কাটিয়ে প্রায় ২২ গজ দূর থেকে দুরন্ত বাঁকানো শটে বল জালে পাঠান ইনসিনিয়ে। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি থিবো কোর্তোয়া। ২-০ গোলে এগিয়ে যায় ইতালি।
🇮🇹 Italy see off Belgium to book a semi-final date with Spain! 👏👏👏#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) July 2, 2021
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করেন লুকাকু। ব্যবধান কমিয়ে ২-১ করে বেলজিয়াম। কিন্তু এরপর আর গেলের রাস্তা পায়নি বেলজিয়াম। অবশেষে লুকাকুদের স্বপ্নভঙ্গ করে শেষ চারে পৌঁছে গেল ইতালি। শেষ চারে ইতালির মুখোমুখি স্পেন।
Comments are closed.