মানচিনির দুরন্ত চাল! নকআউটে অস্ট্রিয়াকে হারাল ইতালি
সাম্যজিৎ ঘোষ
যে কোনও বড় টুর্নামেন্টে নকআউটে ইতালির ম্যাচ মানেই শেষ পর্যন্ত টানটান উত্তেজনা। অনেক সময়ই অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ গড়ানো। শনিবারও তাই হল। অস্ট্রিয়ার হার না মানা ফুটবল ইতালিকেও প্রায় আটকে দিচ্ছিল। যেহেতু নকআউট তাই ফলাফল হতেই হত। রুদ্ধশ্বাস ম্যাচে অস্ট্রিয়াকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে শেষ আটে উঠল ইতালি। নেপথ্যে কোচ মানচিনির দুরন্ত চাল। ইউরোয় প্রত্যাশা মতোই অস্ট্রিয়ার কোচ ফ্রাঙ্কো ফোদা দল সাজান এমনভাবে যে অঙ্কটা পরিষ্কার। রক্ষণ মজবুত করে খেলতে হবে, যাতে কোনও অবস্থাতেই গোল করতে না পারে ইতালি। এবং প্রতিআক্রমণে গোল করার চেষ্টা করা। ডেভিড আলাবার নেতৃত্বে ম্যাচের শুরু থেকেই অস্ট্রিয়া এই রণকৌশল নিয়েছিল।
🇮🇹 SCENES after the Azzurri made it 12 consecutive wins and sealed a quarter-final spot! 🥳@azzurri | #EURO2020 pic.twitter.com/TJamvBpPhv
— UEFA EURO 2020 (@EURO2020) June 26, 2021
প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হয়। তবে ৬৫ মিনিটে মার্কো আরনাউতোভিচ গোল করে এগিয়ে দেয় অস্ট্রিয়াকে। ভিডিয়ো প্রযুক্তি ব্যবহার করে অফসাইডের জন্য তা বাতিল হয়। এরপরে আর ইতালি কোচ মানচিনি ঝুঁকি নেননি। ভেরাত্তির জায়গায় লোকাতেল্লি ও বারেল্লার পরিবর্তে পেসিনাকে নামান তিনি। আক্রমণের ঝাঁঝ বাড়ে ইতালির। তবে সেরা চাল অবশ্যই নির্ধারিত সময় শেষ হওয়ার ছ’মিনিট আগে বেরার্দির পরিবর্তে কিয়েসা ও ইমমোবিলের জায়গায় বেলোত্তিকে মাঠে নামানো। তবুও নির্ধারিত সময়ে গোল হয়নি। অতিরিক্ত সময়ের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই স্পিনাজ়োলার পাস ধরে বাঁ-পায়ের শটে গোল করেন কিয়েসা। ১০৬ মিনিটে ২-০ করেন পরিবর্ত হিসেবে নামা পেসিনা।
অস্ট্রিয়া ০-২ পিছিয়ে পড়ার পরেও লড়াই ছাড়েনি। সাসা কালাজদজিচ ১১৪ মিনিটে ব্যবধান কমালেও দলের হার বাঁচাতে পারেনি। ইতালির পরের লড়াই পর্তুগাল ও বেলজিয়াম ম্যাচে বিজয়ীর সঙ্গে।
Comments are closed.