স্ত্রী নেগেটিভ, ক্রীড়া প্রতিমন্ত্রীর বাড়িতে ফের করোনা হানা
বেঙ্গল ফাস্ট : রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার পরিবারে দ্বিতীয়বারের জন্য করোনা হানা। এবার করোনা আক্রান্ত ক্রীড়া প্রতিমন্ত্রীর বড় ছেলে। স্ত্রী করোনা পজিটিভ হওয়ার পর মন্ত্রী ও তাঁর বাড়ির পরিজনেরা সকলে মিলে করোনা টেস্ট করান। লক্ষ্মীরতনের নেগেটিভ রিপোর্ট এলেও তাঁর বড় ছেলের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আপাতত হোম কোয়ারান্টিনেই রয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী ও তৃণমূলের হাওড়া জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লার বাড়ির সকলে।
এর আগে গত গত ১০ জুলাই রিপোর্ট পজেটিভ এসেছিল লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী স্মিতা সান্যাল শুক্লার। উপসর্গ থাকায় স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। করোনা যুদ্ধ জিতেছেন লক্ষ্মীর স্ত্রী। ১৪ দিনের লড়াইয়ের পর ২৪ জুলাই স্ত্রী স্মিতার দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসায় হোম আইসোলেশন পর্ব শেষ হয় তাঁদের। এরই মধ্যে ছেলে ও লক্ষ্মীর করোনা পরীক্ষার রিপোর্ট আসে। আর তাতেই দেখা যায় লক্ষ্মীরতন-স্মিতার বড় ছেলে করোনা আক্রান্ত। এরপর ফের সপরিবারে হোম আইসোলেনশনে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রীর পরিবার। করোনা পরিস্থিতি সামলাতে আগের মতো বাড়িতে বসেই ক্রীড়া দফতরের কাজ সামলাবেন লক্ষ্মীরতন।
ছবি ঋণ : ইন্টারনেট
Comments are closed.