আইএসএলের ৩ সপ্তাহ আগেই গোটা দল নিয়ে অনুশীলনে এটিকে মোহনবাগান
অমিয় রায়
করোনার জন্য এবারের আইএসএল হবে গোয়ায়। বাইরের কারওর সেখানে যাওয়ার উপায় নেই। এমনকী সাংবাদিকদেরও এবার প্রবেশাধিকার নেই। কিন্তু এতেও নিয়ম বদলাতে নারাজ আন্তোনিও লোপেজ হাবাস। সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস এবং তিরি, জাভিদের নিয়ে চলছে তাঁর ক্লোজড ডোর প্র্যাকটিস। নিয়মে বদল নেই।
গোয়াতেও ক্লোজড ডোর অনুশীলন এটিকে মোহনবাগানের। হাবাসের নির্দেশে প্র্যাকটিস গ্রাুউন্ডের চারপাশ ঢেকে দেওয়া হয়েছে কালো কাপড় দিয়ে। কলকাতায় দলের অনুশীলন করানোর সময়ও ক্লোজড ডোর প্র্যাকটিসই ছিল সবচেয়ে পছন্দের তাঁর।
শনিবারই কোয়ারেন্টাইন পর্ব মিটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন রয় কৃষ্ণা। তিন সপ্তাহ আগেই প্রায় পুরো দল পেয়ে যাচ্ছেন হাবাস। যা খানিকটা হলেও অ্যাডভান্টেজ মোহনবাগানের। অন্যদিকে এদিন থেকে অবশ্য সবুজ-মেরুন জার্সিতে প্রস্তুতিতে নেমে পড়েছেন উইলিয়ামস।
Comments are closed.