ইসলামিক স্টেট সক্রিয় রাজ্যে, রাজ্যসভায় জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
পশ্চিমবঙ্গে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাবে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। বিজেপি সাংসদ বিনয় পি সহস্রবুধের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেন রেড্ডি জানান, পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণের বিভিন্ন রাজ্যে সক্রিয় রয়েছে জঙ্গিগোষ্ঠী।
স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণের কেরল, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিনাড়ুতে ইসলামিক স্টেটের উপস্থিতি নিয়ে ১৭টি মামলা রুজু করে এনআইএ এবং এখনও পর্যন্ত ১২২ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, “এনআইএ তদন্তে জানা গিয়েছে যে, ইসলামিক স্টেট সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে।”
Comments are closed.