আইএসএলের সূচি প্রকাশ, প্রথম ডার্বি হতে চলেছে ২৭ নভেম্বর

অমিয় রায়
অবশেষে আইএসএলের কাঙ্ক্ষিত সূচি ঘোষিত হল। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২০ নভেম্বর থেকে ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল। আর শুক্রবার লিগের আংশিক সূচি ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে–মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায়। আর আইএসএলে প্রথম ডার্বি হতে চলেছে ২৭ নভেম্বর। গোয়ার তিলক ময়দানে। ওই ম্যাচ দিয়েই আবার নিজেদের আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। অর্থাৎ প্রথম ম্যাচেই ডার্বির স্বাদ পাবেন রবি ফাউলার এবং তাঁর ছেলেরা। তবে ফিরতি ডার্বির দিন এখনও ঘোষণা করা হয়নি।
প্রত্যেকটি দল একে অপরের বিরুদ্ধে হোম–অ্যাওয়ে ভিত্তিতে দু’টি করে ম্যাচ খেলবে। লিগের খেলা শেষে শীর্ষে থাকা চারটি দল প্লে–অফে জায়গা পাবে। এবারের আইএসএলে সব মিলিয়ে ১১৫টি ম্যাচ খেলা হবে। তবে এদিন প্রথম ৬০টি ম্যাচের সূচিই প্রকাশিত হয়েছে। বাকি সূচি পরবর্তী সময়ে পরিস্থিতি বুঝেই প্রকাশিত হবে।
Comments are closed.