সারদাকাণ্ডে ইডি দফতরে হাজিরা সুরজিৎ কর পুরকায়স্থর
নিজস্ব সংবাদদাতা : সারদাকাণ্ডে ইডি দফতরে হাজিরা দিলেন প্রাক্তন আইপিএস তথা রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ। গত সপ্তাহে নোটিশ পাঠিয়ে আজ বৃহস্পতিবার তাঁকে আসতে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তলবের ভিত্তিতেই আজকে আসেন তিনি।
ইডি সূত্রে খবর, সারদার বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ফুটেজে সুরজিৎ কর পুরকায়স্থকে দেখতে পাওয়া গেছে। এমনকী বক্তব্য রাখতেও দেখা গেছে তাঁকে। এছাড়াও সারদা গোষ্ঠীর পক্ষ থেকে কলকাতা পুলিশকে যখন অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছিল সেই সময় কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ। সেই সংক্রান্ত লেনদেনের বিষয়ে এবং সারদার সঙ্গে তাঁর কী সম্পর্ক তা জানতেই তলব করে ইডি। এর আগেও একবার তলব করা হলে ব্যস্ত থাকায় আসতে পারবেন না বলে ইডিকে জানিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয়বার নোটিশ করার পরে আজ সকাল ১১টা নাগাদ ইডি দফতরে আসেন সুরজিৎ কর পুরকায়স্থ।
এদিকে রাজ্যে প্রথম দফার ভোট আগামী শনিবার। তার আগেই পশ্চিমবঙ্গের নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সুরজিৎ কর পুরকায়স্থকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। একুশের বিধানসভা ভোটের কোনও কাজেই যুক্ত থাকতে পারবেন না মমতা ঘনিষ্ঠ এই আইপিএস।
Comments are closed.