চেন্নাইতেই আইপিএল-এর প্রস্তুতি শিবির শুরু সিএসকের
বেঙ্গল ফাস্ট : দুবাইয়ে উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ে প্রস্তুতি শিবির করছে সিএসকে। স্বাধীনতা দিবসের আগের দিনই চেন্নাই পৌঁছে গেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাস্ক পরা ধোনির সেই ছবি পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের ট্যুইটার পেজে।
শুক্রবার যে বিশেষ বিমানে ধোনিরা চেন্নাই পৌঁছান সেই একই বিমানে ছিলেন সুরেশ রায়না, দীপক চাহার, পীযূশ চাওলারাও। সুরেশ রায়না নিজে সেই ছবি পোস্ট করেছেন।
Thala Dharisanam Reloaded! 😍🦁💛#WhistlePodu #StartTheWhistles pic.twitter.com/Muk7MQyN85
— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) August 14, 2020
ধোনি-সহ চেন্নাইয়ের শিবিরে যোগ দিতে চলা সব ক্রিকেটারদের কোভিড টেস্টের ফল নেগেটিভ এসেছে বলেই জানা গিয়েছে। ধোনি, রায়না, পীযূশ, দীপকদের পাশাপাশি চেন্নাই পৌঁছে গিয়েছেন কেদার যাদবও। ব্যক্তিগত কারণে শিবিরে থাকতে পারছেন না হরভজন সিং এবং রবীন্দ্র জাদেজা। ১৫ অগস্ট থেকে ২০ অগস্ট চিপকে অনুশীলন করবেন ধোনিরা। ২১ অগস্ট চেন্নাই থেকে দুবাই রওনা হবে বলে জানা গিয়েছে। আপাতত দলের বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজির অধীনেই অনুশীলন চলবে ধোনিদের।
Comments are closed.