Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আইপিএল আয়োজনে আরব আমিরশাহীকে গ্রিন সিগন্যাল বিসিসিআই-এর

বেঙ্গল ফাস্ট : চলতি বছরের আইপিএল আয়োজনের জন্য আরব আমিরশাহীকে স্বীকৃতিপত্র পাঠিয়ে দিল বিসিসিআই। ফলে আইপিএল কোন দেশে হবে তা নিয়ে আর কোনও সংশয় রইল না। আইপিএলের ব্যবস্থাপনা নিয়ে দুই বোর্ডের মধ্য কথা হচ্ছে বলেও জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। খুব শীঘ্রই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্যাটেল।

- Sponsored -

২০১৪ সালের আইপিএলের কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল। সবকটি ম্যাচই সফল ভাবে আয়োজন করেছিল আমিরশাহী ক্রিকেট বোর্ড বা ইসিবি। সে কথা মাথায় রেখেই আরবকে এতবড় দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিসিসিআই।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রতি বছরের মতো এবারও প্লে-অফ ধরে ৬০টি ম্যাচ খেলা হবে আইপিএলে। মোট ৫১ দিনের টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ হবে ৮ নভেম্বর। তবে ডবল হেডার ম্যাচের সংখ্যা বাড়ানো হবে না বলেই জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। 

ছবি ঋণ : ইন্টারেনট

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.