প্রকাশ্যে আইপিএল-এর নতুন টাইটেল স্পনসরের লোগো
বেঙ্গল ফাস্ট : আইপিএলের মূল স্পনসর হিসেবে এসেছে ‘Dream 11’। আর তাই নতুন লোগো দেখা যাবে এবারের আইপিএলে। অবশেষে সেই নতুন লোগো প্রকাশ্যে এল। IPL–এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে সেটির ছবিও দেওয়া হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স দলও নতুন লোগোর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে।
PPE kits on ✅
The #PandyaBrothers are ready to travel 🇦🇪#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @krunalpandya24 @hardikpandya7 pic.twitter.com/yid5KM2nPe
— Mumbai Indians (@mipaltan) August 21, 2020
এবছর করোনা আবহেই হতে চলেছে এবারের আইপিএল। খেলোয়াড়দের জন্য জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধ। যা ভাঙলেই শাস্তি অবধারিত। আর এই পরিস্থিতিতে খেলোয়াড়দের মাস্ক-পিপিই কিট বেশিরভাগ সময়ই পরে থাকতে হচ্ছে। ব্যবহার করতে হচ্ছে হ্যান্ড স্যানিটাইজারও। ব্যাট, গ্লাভস, প্যাডের সঙ্গে এগুলোও যেন এখন খেলোয়াড়দের কিটব্যাগের অংশ। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড় ক্রুনাল পাণ্ডিয়া। শুক্রবার সকালে দুবাই উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে ভাই হার্দিকের সঙ্গে ছবি তোলেন ক্রুনাল। দেখা যায়, দু’জনেই পিপিই কিট, মাস্ক পরে রয়েছেন। ছবিটি পরে ট্যুইটও করেন ক্রুনাল।
Comments are closed.