দলে সুযোগ পেয়েই বিস্ফোরক ঋদ্ধি, দিল্লিকে থামিয়ে লড়াইয়ে হায়দরাবাদ
অমিয় রায়
দুবাইয়ে ব্যাট হাতে ‘সুপারম্যান’ হয়ে উঠলেন ঋদ্ধি। ভাগ্য সহায় না হওয়ায় মঙ্গলবার নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে এলেন। ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধির জন্য হায়দরাবাদ ২০ ওভারে করল ২১৯ রান। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট পড়ল দিল্লির। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ারের দল থামল ১৩১ রানে। সৌজন্যে রশিদ খানের স্পিন ভেল্কি। ৭ রান খরচে ৩টি উইকেট নিয়ে দিল্লির ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন রশিদ। ফলে দাপটের সঙ্গে দিল্লিকে হারিয়ে ১০ পয়েন্টে পৌঁছে আইপিএল ২০২০-র অভিযানে টিকে রইল সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচে ব্যাটে-বলে দাপট সানরাইজার্সের। ব্যাটে ওপেনিংয়ে ওয়ার্নার-ঋদ্ধিমান সাহার ১০৭ রানের পার্টনারশিপ এদিন হায়দরাবাদের জয়ের ভিত তৈরি করে দেয়। ৪৫ বলে ২টি ছক্কা ও ১২টি চারে ৮৭ রান করে বাংলার ঋদ্ধিমান সাজঘরে ফেরেন। তাঁর ওপেনিং সঙ্গী ওয়ার্নার ৬৬ রান হাঁকিয়ে আউট হন। উল্লেখ্য চলতি আইপিএলে এর আগে কেবলমাত্র একটি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ঋদ্ধি। একের পর এক ম্যাচে বসিয়ে রেখে দেওয়া হয় তাঁকে। কিন্তু এদিন দলে সুযোগ পেয়েই নিজেকে আবারও একবার প্রমাণ করে দিলের বাংলার সুপারম্যান। এদিন ম্যাচের সেরাও হন ঋদ্ধিমান সাহা।
Comments are closed.