‘মাই কোভিড হিরোজ’, করোনা যোদ্ধাদের সম্মান জানাবে আরসিবি
সৌরভ রায়
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যাঁরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, সেই সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, আপদকালীন পরিষেবা প্রদানকারী ব্যক্তিদের এবারের আইপিএলে শ্রদ্ধা জানাতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার বিরাট কোহলিদের জার্সির পিছনে কোভিড-১৯ যোদ্ধাদের উদ্দেশে লেখা থাকবে ‘মাই কোভিড হিরোজ’। আর এই লেখা সমেত আরসিবি-র নতুন জার্সি সামনে এনেছেন অধিনায়ক বিরাট কোহলি নিজে। দলের এই উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। ২১ সেপ্টেম্বর এবারের আইপিএল অভিযান শুরু করছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলিরা। কোভিড-১৯ যোদ্ধাদের সম্মান জানাতে এবারের আইপিএল স্মরণীয় করতে তাঁরা মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন বিরাট কোহলি।
উল্লেখ্য করোনা ভাইরাসের আবহেই শনিবার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আইপিএল। অতিমারী পরিস্থিতিতে এই টুর্নামেন্ট বিশ্বের দরবারে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করেন ক্রিকেটপ্রেমীরা। করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েও আইপিএল সাফল্যের শিখরে পৌঁছবে বলে বিশ্বাস করে বিসিসিআই। এসবের মধ্যেই টুর্নামেন্ট উপলক্ষে বিশেষ উদ্যোগ নিতে চলেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
Comments are closed.