আইপিএল-এর নতুন টাইটেল স্পনসর ‘ড্রিম ইলেভেন’
সৌরভ রায়
আইপিএল ২০২০-এর নতুন টাইটেল স্পনসর ফ্যান্টাসি অ্যাপ ‘ড্রিম ইলেভেন’ (Dream11)। আইপিএল ২০২০ মরসুমের জন্য ২৫০ কোটি টাকায় স্পনসরশিপ রাইটস কিনেছে ড্রিম ইলেভেন। চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো আইপিএল-এর টাইটেল স্পনসর থেকে সরে যাওয়ার পর নতুন টাইটেল স্পনসর খুঁজতে শুরু করে বিসিসিআই। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল আগেই জানিয়েছিল ১৮ অগস্ট আইপিএল-এর নতুন টাইটেল স্পনসরের নাম জানিয়ে দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মতো টাটা গ্রুপ, জিও-র মতো সংস্থাকে টেক্কা দিয়ে আমিরশাহীতে আইপিএল-এর নতুন টাইটেল স্পনসর হিসাবে বেছে নেওয়া হল ফ্যান্টাসি অ্যাপ ‘ড্রিম ইলেভেন’-কে।
ক্রিকেটের মহাযজ্ঞে এবার টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে নাম লিখিয়েছিল যোগগুরু রামদেবের প্রতিষ্ঠান-পতঞ্জলি, মুকেশ আম্বানির রিলায়েন্স জিও, শিক্ষাবিষয়ক অ্যাপ বাইজু, আন-অ্যাকাডেমির পাশাপাশি আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ছিল টাটা গ্রুপও। এছাড়া ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ইলেভেন এবং মাই সার্কেল ইলেভেন টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে কড়া টক্কর দিতে পারে বলে মনে করা হয়। শেষপর্যন্ত ২২২ কোটি টাকায় ২০২০ সালের আইপিএল টাইটেল স্পনসরশিপ জিতে নিল ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ইলেভেন। চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর প্রায় অর্ধেক। কারণ ভিভোর সঙ্গে বছরে ৪৪০ কোটি টাকার চুক্তি ছিল। জানা গিয়েছে টাটা গ্রুপ শেষপর্যন্ত বিড করেনি। ড্রিম ইলেভেনের (২২২ কোটি) পর শিক্ষাবিষয়ক অ্যাপ বাইজু (২০১ কোটি), আন-অ্যাকাডেমি (১৭০ কোটি) আইপিএল টাইটেল স্পনসরের জন্য বিড করে। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে এবারের আইপিএল। মেগা ফাইনাল ১০ নভেম্বর।
Comments are closed.