Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

অ্যাসোসিয়েশন ফর লিবারেল লার্নিং অ্যান্ড রিসার্চের উদ‍্যোগে আন্তর্জাতিক আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি কেন্দ্রিক সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর লিবারেল লার্নিং অ্যান্ড রিসার্চ’-এর উদ‍্যোগে অনলাইনে জাতীয় স্তরের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল সোমবার। “সায়েন্স অ্যাক্রশ দ‍্য বাউন্ডারিজ” শিরোনামে আয়োজিত এই সেমিনারে বক্তব্য রাখেন বাণীপুরের গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশনের অধ‍্যাপক ড. সুভাষ চন্দ্র ভাট এবং মেদিনীপুরের বিদ‍্যাসাগর শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ‍্যাপক ড. বিশ্বজিৎ সেন। রসায়নবিদ্যার অধ্যাপক ড. ভাটের আলোচনার বিষয় ছিল “দৈনন্দিন জীবনে রসায়ন বিজ্ঞানের প্রয়োগ বৃদ্ধি” এবং ড. সেনের আলোচনার বিষয় ছিল “পদার্থ বিজ্ঞানের চোখে পৃথিবী”। উভয়েই প্রাঞ্জল ভাষায় এবং সবিস্তারে নিজ নিজ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, যা প্রতিটি ছাত্রছাত্রীর বহু জিজ্ঞাস্য প্রশ্নের সদর্থক উত্তরসূত্র হিসাবে তাদেরকে বিজ্ঞান বিষয়ে আরও আগ্রহী করে তুলতে সমর্থ হয়েছে।

- Sponsored -

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি ড. নীতা মিত্র। আলোচনাচক্রের মূল ভাবনার বিষয়ে দিশা দেখালেন আলোচনা সভার কো-অর্ডিনেটর অধ‍্যাপক ড. নিত‍্যগোপাল মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটির আকর্ষণীয় গতিসূত্র ধরিয়ে দিলেন সংস্থার সচিব ড. প্রণব কৃষ্ণ চন্দ। সভা শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংস্থার কোষাধ্যক্ষ সৌমিক পাল। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংস্থার সদস্যা প্রিয়াঙ্কা মিত্র। আলোচনা সভায় শতাধিক ছাত্রছাত্রী ও একাধিক বিদ্যালয়ের সন্মানীয় শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.