স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার, জোরদার তল্লাশি শিলিগুড়িতে

নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মোড়ানো হল উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বারকে। এনজেপি স্টেশনে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় রেল দফতরের পক্ষ থেকে। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনের নিরপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম)। ৭৫তম স্বাধীনতা দিবসে কোনও জঙ্গি সংগঠন যাতে কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে তারজন্য সজাগ রয়েছে রেল প্রশাসন।
স্বাধীনতা দিবসের আগে এনজেপি স্টেশনে স্নিফার ডগ নিয়ে গোটা স্টেশন ও দাঁড়িয়ে থাকা ট্রেনগুলিতে তলাশি রেল প্রশাসনের pic.twitter.com/ULgrBlWXIN
— Bengal Fast (@bengal_fast) August 13, 2021
উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দর ও নিউ জলপাইগুড়ি স্টেশন। করোনা আবহের জন্য পর্যটকদের আনাগোনা বর্তমানে কম থাকলেও, সর্বদাই সদা ব্যস্ত থাকে এই দুটি জায়গা। রেল দফতর থেকে বিধিনিষেধ মেনে প্রতিদিন কয়েক জোড়া স্পেশাল ট্রেন যাতায়াত করে। কোনও সংগঠন যাতে ট্রেনকে হাতিয়ার করে অঘটন ঘটাতে না পারে তারজন্য কড়া নজরদারি রয়েছে। তবে স্বাধীনতা দিবসের জন্য নজরদারি আরও বাড়ানো হবে বলে জানান কাটিহারের ডিআরএম শুভেন্দু কুমার চৌধুরী। নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে নিজে দাঁড়িয়ে থেকে যাত্রীদের ব্যাগ ও স্টেশন চত্বরের আশপাশে নিরাপত্তা খতিয়ে দেখেন ডিআরএম।
এদিন স্নিফার ডগ নিয়ে গোটা স্টেশন ও দাঁড়িয়ে থাকা ট্রেনগুলি তলাশি চালানো হয়। এনজেপি জিআরপিএফের আইসি অনুপম মজুমদার জানান, নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে প্রায় ৪০ জনকে বিভিন্ন কারণে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি স্বাধীনতা দিবস উপলক্ষে নাকা চেকিং, রেইড-সহ বেলাকোবা থেকে রাঙ্গাপানি মোটরট্রলি দিয়ে স্পেশাল চেকিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Comments are closed.