দিল্লির আন্দোলনরত কৃষকদের পাশে রাজ্যের বুদ্ধিজীবীরাও
শোভাঞ্জন দাশগুপ্ত
দিল্লির কৃষক আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল কলকাতা শহরেও। আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন এ রাজ্যের বুদ্ধিজীবীদের একাংশ। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে ‘রাণু ছায়া মঞ্চ’-এ প্রতিবাদে মুখর হলেন তাঁরা। ‘হকের লড়াই’ এই নামে অনুষ্ঠান করলেন বুদ্ধিজীবীরা।
তাঁদের দাবি অবিলম্বে কৃষি বিল ফিরিয়ে নিক কেন্দ্রীয় সরকার। মূলত কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়েই এই কর্মসূচি।
উপস্থিত ছিলেন শিক্ষাব্রতী পবিত্র সরকার, বিশিষ্ট কবি মন্দাক্রান্তা সেন, লেখক আজিজুল হক, বিশিষ্ট চিকিৎসক ফুয়াদ হালিম, চিত্রপরিচলক অনীক দত্ত, গায়ক ও সুরকার দেবজ্যোতি মিশ্র, অভিনেতা কৌশিক সেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রমুখ। মঞ্চে গান, কবিতায় প্রতিবাদে সামিল হন তাঁরা।
গায়ক দেবজ্যোতি মিশ্র জানান, “এই কৃষক আন্দোলন দেখিয়ে দিল এত মানুষের একাত্মতা। আমি এই ধরনের আন্দোলনে আগামী দিনেও থাকব।” কবি মন্দাক্রান্তা সেন জানান, “কৃষক বিরোধী ও অনৈতিক এই কৃষি আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।” শিক্ষাব্রতী পবিত্র সরকার জানান, “কৃষক ও শ্রমিকের জন্যই আমরা বেঁচে আছি। তাঁরা যখন লড়াইয়ে নামেন সে লড়াইয়ের পাশে থাকাই আমাদের কর্তব্য।”
Comments are closed.