জার্সি উদ্বোধনেও অভিনবত্বের ছোঁয়া, একরাশ চমক রাজস্থান রয়্যালসের
বেঙ্গল ফাস্ট : আইপিএল ২০২০-এর নতুন জার্সি উদ্বোধন করে চমকে দিল রাজস্থান রয়্যালস। ক্রিকেট ফ্যানরা তো বটেই দলের এই সারপ্রাইজে হতচকিত হয়ে গেলেন ক্রিকেটাররাও। স্কাই ড্রাইভিংয়ের ক্রাউন প্রিন্স ড্যানি রোমানের হাত থেকেই রাজস্থান রয়্যালসের নতুন জার্সি উদ্বোধন দেখল গোটা বিশ্ব। আইপিএল ২০২০ উপলক্ষে দুবাইতে সমুদ্রের ধারের এবং রয়্যাল মিরেজের ওয়ান অ্যান্ড ওনলি রিসর্টে উঠেছেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটারার। বৃহস্পতিবার হোটেলের বাইরের বিচে ক্রিকেটারদের জড়ো হতে বলা হয়। ঠিক সেই সময়ই বিমান থেকে মাঝ আকাশে ঝাঁপ দেন স্প্যানিশ স্কাই ড্রাইভার ড্যানি রোমান। তাঁর পিঠে রাজস্থান রয়্যালসের প্রতীক লাগানো ব্যাগ।
Official matchday jersey for #IPL2020 has literally 𝐋𝐀𝐍𝐃𝐄𝐃🔥 @redbullindia | #HallaBol | #RoyalsFamilypic.twitter.com/oCyJasIWV2
— Rajasthan Royals (@rajasthanroyals) September 9, 2020
পাম আইল্যান্ডে বারো হাজারেরও বেশি ফুট উচ্চতায় ভাসতে ভাসতেই আকাশে রাজস্থান রয়্যালসের জার্সির রঙের ধোঁয়া নিক্ষেপ করেন জনপ্রিয় স্প্যানিশ স্কাই ডাইভার। তারপর ধীরে ধীরে ধরণী স্পর্শ করেন ড্যানি রোমান। এতক্ষণে চোখ নীচের দিকে নামে ক্রিকেটারদেরও। সমুদ্র সৈকতে একটি ব্যাগ রাখেন ড্যানি। সে ব্যাগের চেন খুলেই যেন গুপ্তধনের সন্ধান পেলেন রবিন উথাপ্পা, রিয়ান পারাগরা। হালকা গোলাপির গায়ে নীলচে আভা মেশানো রাজস্থান রয়্যালসের নতুন জার্সি মুগ্ধ করেছে ক্রিকেটারদের।
Comments are closed.