মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তনয়া, খুশির হাওয়া অন্ধ্রপ্রদেশে
নিজস্ব সংবাদদাতা : মহাকাশে ইতিহাস সৃষ্টির পথে ভারতীয় বংশোদ্ভূত সিরিশা বান্দেলা। নিউ মেক্সিকো থেকে ভার্জিন গ্যালাক্টিকের যানে চেপে মহাকাশে পাড়ি দেবেন ইন্দো-আমেরিকান এই তনয়া। সিরিশার মহাকাশ যাত্রায় খুশির হাওয়া অন্ধ্রপ্রদেশে। আজই মার্কিন বিলিয়নেয়ার রিচার্ড ব্র্যানসনের উদ্যোগে মহাকাশে যাচ্ছেন তিনি। Unity-22 নামক এই দুরন্ত মিশনে বড় দায়িত্বভার থাকছে সিরিশার কাঁধে। এই সফরে তার সঙ্গী চিফ পাইলট ডেভ ম্যাকাই, পাইলট মাইকেল মাসুচি, মহাকাশচারী কলিং বেনেট, বেথ মোজেস এবং রিচার্ড ব্র্যানসন।
Join us July 11th for our first fully crewed rocket powered test flight, and the beginning of a new space age.
The countdown begins. #Unity22
https://t.co/5UalYT7Hjb. @RichardBranson pic.twitter.com/ZL9xbCeWQX— Virgin Galactic (@virgingalactic) July 1, 2021
অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় সিরিশার জন্ম হলেও বেড়ে ওঠা হিউস্টনে। পারডু বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং জর্জিটাউন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতকোত্তর পাস করেছেন সিরিশা। কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামসের পর সিরিশা বান্দেলাই হলেন তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত যিনি মহাকাশ পাড়ি দিচ্ছেন। মহাকাশ পাড়ির দৃশ্য লাইভ দেখা যাবে VirginGalactic.com-এ। পাশাপাশি টুইটার, ইউটিউব ও ফেসবুকেও সংস্থার প্ল্যাটফর্ম থেকে দেখা যাবে মহাকাশ অভিযানের এই লাইভ।
Comments are closed.