Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তনয়া, খুশির হাওয়া অন্ধ্রপ্রদেশে

নিজস্ব সংবাদদাতা : মহাকাশে ইতিহাস সৃষ্টির পথে ভারতীয় বংশোদ্ভূত সিরিশা বান্দেলা। নিউ মেক্সিকো থেকে ভার্জিন গ্যালাক্টিকের যানে চেপে মহাকাশে পাড়ি দেবেন ইন্দো-আমেরিকান এই তনয়া। সিরিশার মহাকাশ যাত্রায় খুশির হাওয়া অন্ধ্রপ্রদেশে। আজই মার্কিন বিলিয়নেয়ার রিচার্ড ব্র্যানসনের উদ্যোগে মহাকাশে যাচ্ছেন তিনি। Unity-22 নামক এই দুরন্ত মিশনে বড় দায়িত্বভার থাকছে সিরিশার কাঁধে। এই সফরে তার সঙ্গী চিফ পাইলট ডেভ ম্যাকাই, পাইলট মাইকেল মাসুচি, মহাকাশচারী কলিং বেনেট, বেথ মোজেস এবং রিচার্ড ব্র্যানসন।

- Sponsored -

অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় সিরিশার জন্ম হলেও বেড়ে ওঠা হিউস্টনে। পারডু বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং জর্জিটাউন বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতকোত্তর পাস করেছেন সিরিশা। কল্পনা চাওলা ও সুনীতা উইলিয়ামসের পর সিরিশা বান্দেলাই হলেন তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত যিনি মহাকাশ পাড়ি দিচ্ছেন। মহাকাশ পাড়ির দৃশ্য লাইভ দেখা যাবে VirginGalactic.com-এ। পাশাপাশি টুইটার, ইউটিউব ও ফেসবুকেও সংস্থার প্ল্যাটফর্ম থেকে দেখা যাবে মহাকাশ অভিযানের এই লাইভ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.