ঘোষিত অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দল, কারা রয়েছেন জেনে নিন
অমিয় রায়
অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টি-২০, একদিনের ও টেস্টের দল ঘোষণা করল বিসিসআই। আজ নির্বাচকরা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে দল বেছে নিয়েছেন। টি-২০ দলে সুযোগ পেয়েছেন আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভাল পারফরম্যান্স দেখানো বরুণ চক্রবর্তী। বিসিসিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, কমলেশ নাগরকোটি, কার্তিক ত্যাগী, ইশান পোড়েল ও টি নটরাজন-এই চারজন অতিরিক্ত বোলারও যাবেন ভারতীয় দলের সঙ্গে। বিসিসিআই-এর মেডিক্যাল টিম রোহিত শর্মা ও ইশান্ত শর্মার চোট সারিয়ে ওঠার অগ্রগতির উপর পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
ভারতের টি ২০ স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, ময়াঙ্ক অগ্রবাল, কেএল রাহুল ( সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে. হার্দিক পান্ড্য, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি, দীপক চাহার, বরুণ চক্রবর্তী।
ভারতের একদিনের স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধবন, শুবমান গিল, কেএল রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, মণীশ পাণ্ডে. হার্দিক পান্ডে, ময়াঙ্ক অগ্রবাল, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি, শার্দুল ঠাকুর।
ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), ময়াঙ্ক অগ্রবাল, পৃথ্বী শ, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নভদীপ সাইনি, উমেশ যাদব, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, মহম্মদ সিরাজ।
Comments are closed.