বেলুড় মঠের আসন সংরক্ষণ কেন্দ্র বিলোপের পথে ভারতীয় রেল
নিজস্ব সংবাদদাতা : গত ৪০ বছর ধরে চলা বেলুড় মঠে রেলের কম্পিউটারাইজড আসন সংরক্ষণ কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এ বিষয়ে মৌখিকভাবে রামকৃষ্ণ মিশনকে জানিয়েছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার। কম্পিউটারাইজড আসন সংরক্ষণ কেন্দ্রটি বন্ধের বিষয়ে দ্রুত চিঠি দেওয়া হবে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।
এতদিন আসন সংরক্ষণ কেন্দ্রটির জন্য বেলুড় মঠ কর্তৃপক্ষকে মাসিক ৫ হাজার টাকা করে ভাড়া দিত পূর্ব রেল। বর্তমানে বেলুড়মঠ কর্তৃপক্ষ আসন সংরক্ষণ কেন্দ্রের অফিসের জন্য রেলের কাছ থেকে কোনও ভাড়া ছাড়াই জায়গা দেওয়ার প্রস্তাব দিলেও খরচের দোহাই দিয়ে সংরক্ষণ কেন্দ্র চালানো সম্ভব নয় বলে জানিয়েছে ভারতীয় রেল। এমনকী এও জানানে হয়েছে রেলের তরফে সেখানে কর্তব্যরত জনা তিনেক রেলকর্মীর ব্যয় বহন করা সম্ভব নয়।
প্রবীণ সন্ন্যাসী, দেশীয় ও বিদেশি ভক্তদের সুবিধার জন্য ১৯৮০ সালে বিশ্বধর্মমহাসভা উপলক্ষে অসংখ্য ভক্ত সমাবেশে আগত অতিথিদের সুবিধার জন্য এই সংরক্ষণ কেন্দ্র চালু করা হয়েছিল মঠে। স্থানীয় বয়স্ক নাগরিকরাও উপকৃত হতেন এই সংরক্ষণ কেন্দ্র থেকে। সেই সংরক্ষণ কেন্দ্র বন্ধ করে দেওয়ায় বহু সন্ন্যাসী-সহ বয়স্ক নাগরিকরা প্রভূত সমস্যায় পড়বেন বলে আশংকা তৈরি হয়েছে মঠ ও সাধারণ মানুষের মধ্যে। যদিও বিকল্প হিসেবে বেলুড় মঠ স্টেশনে আসন সংরক্ষণ কেন্দ্র খোলা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে।
Comments are closed.