টোকিওয় আশা জাগাচ্ছেন সিন্ধু-সতীশ-অতনুরা, হতাশ করলেন মেরি কম

সাম্যজিৎ ঘোষ
টোকিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে উঠল ভারতীয় হকি দল। গ্রুপের চতুর্থ ম্যাচে অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্তিনাকে ৩-১ গোলে হারিয়ে দেয় হরমনপ্রীতরা। ম্যাচের শেষ দিকে পরপর ২ গোল করে জয় নিশ্চিত করে ভারত। দলের হয়ে তিনটি গোল করেন বরুণ কুমার, বিবেক প্রসাদ ও হরমনপ্রীত সিং।
অন্যদিকে তিরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে শেষ ১৬-তে যোগ্যতা অর্জন করলেন বাংলার অতনু দাস। শেষ ৩২ রাউন্ডে ২০১২ অলিম্পিক চ্যাম্পিয়ন ওহ জিনইয়েক-কে টাইব্রেকারে ৬-৫ সেটে হারিয়ে চমকে দেন। অতনুকে উৎসাহ দিতে গ্যালারিতে ছিলেন তার স্ত্রী দীপিকা কুমারী, যিনি নিজেও শেষ ১৬-য় যোগ্যতা অর্জন করেছেন।
এদিকে জয়ের ধারা অব্যাহত পিভি সিন্ধুর। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন ভারতীয় শাটলার। ডেনমার্কের প্রতিদ্বন্দ্বী মিয়া ব্লিশফেল্টের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় পেলেন সিন্ধু। ম্যাচের ফল ২১-১৫, ২১-১৩। ম্যাচের প্রথম দিকে কিছুটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছিল সিন্ধুকে। কিন্তু ম্যাচ এগোনোর সাথে সাথে ছন্দে ফিরতে থাকেন সিন্ধু। এই নিয়ে পরপর ৩ ম্যাচেই স্ট্রেট সেটে জিতলেন সিন্ধু।
একই সঙ্গে টোকিও অলিম্পিকে আরও একটি পদকের হাতছানি ভারতের সামনে। ৯১ কেজি সুপার হেভিওয়েট বিভাগে সতীশ কুমার, জামাইকার রিকার্ডো ব্রাউনকে ৪-১ পয়েন্টে হারিয়ে দেন। এই জয়ের ফলে শেষ আটের যোগ্যতা অর্জন করেন সতীশ। পদক পেতে আর একটি জয় দরকার সতীশের।
তবে টোকিও অলিম্পিক থেকে বিদায় নিলেন মেরি কম। শেষ ১৬ রাউন্ডে কলম্বিয়ার ইনগ্রিট ভ্যালেন্সিয়ার কাছে ৩-২ পয়েন্টে হেরে যান মেরি। ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় বক্সার অবশ্য বেশ লড়াই করেন। এই হারের ফলে অলিম্পিকে আরও একবার পদক জয়ের সুযোগ হারালেন ২০১২ অলিম্পিকে ব্রোঞ্জজয়ী মেরি।
১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্যর্থ হলেও ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আশা জিইয়ে রাখলেন মনু ভাকের। সঙ্গী রাহি সর্নোওয়াত-ও লড়াইয়ে রয়েছেন। এই ইভেন্টের প্রথম দিনে পঞ্চম স্থানে শেষ করেন মনু।
Comments are closed.