দেশে ফিরলেন নীরজরা, জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস অলিম্পিয়ানদের নিয়ে
সাম্যজিৎ ঘোষ
টোকিও থেকে ফেরার পর পদকজয়ীদের সংবর্ধনা দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। বিমানবন্দরে নীরজদের প্রতীক্ষায় ছিল বহু মানুষ, খেলোয়াড়দের পরিবার, নিজেদের গ্রামের মানুষ এবং মিডিয়া। ঢাক-ঢোল বাজিয়ে তাঁদের আগমনীকে আরও রঙিন করে দেয়।
এরপর নীরজদের বাধ্যতামূলক কোভিড পরীক্ষা হয়। জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস তখন ছাপিয়ে গেছে। নেতা-মন্ত্রীদের ভিড় তারকাদের পাশে। এমনকী বিমানকর্মীরাও সেলফি তুলতে ব্যস্ত ছিলেন টোকিও ফেরত তারকাদের সান্নিধ্য পেতে। একবার ছুঁয়ে দেখা নীরজ, বজরংদের, যাঁরা গৌরব এনে দিয়েছেন দেশকে।
বিমানবন্দর থেকে রবিদের কনভয় করে পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পদকজয়ীদের সঙ্গে মহিলা হকি দলকেও সংবর্ধনা দেওয়া হয়। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু-সহ অন্যান্যরা। ক্রীড়ামন্ত্রক থেকে ফের আশ্বস্ত করা হয় খেলোয়াড়দের, যে ভবিষ্যতেও প্রস্তুতির জন্য সবরকম সাহায্য করা হবে। গোটা দেশকে ঐক্যবদ্ধ করার মুহূর্তগুলি এনে দেওয়ার জন্য সব ক্রীড়াবিদকে ধন্যবাদ দেন সবাই।
Comments are closed.