দুবাই টু সিডনি! উড়ে গেল টিম ইন্ডিয়া, নেই রোহিত
অমিয় রায়
২৭ নভেম্বর ওডিআই সিরিজ দিয়ে ভারতের অজি সফরের ঢাকে কাঠি। ২৭ নভেম্বর থেকে অজিভূমে ওডিআই মহারণে নামছে ভারত। ৩ ম্যাচের ওডিআইয়ের পর ৩টি টি-২০ খেলে ১৭ ডিসেম্বর থেকে চার ম্যাচের মেগা টেস্টে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।
তাই আইপিএল অভিযান শেষ করে দুবাই থেকে বিরাট-রাহুলরা অস্ট্রেলিয়ার বিমান ধরলেন। বুধবারই সিডনি উড়ে গেল টিম ইন্ডিয়া। অন্যদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের পর আইপিএলে প্রত্যাবর্তনে ট্রফি জিতে পঞ্চমবার মুম্বইকে খেতাব দিয়েছেন রোহিত শর্মা। ফোকাসে এবার অজিভূমে মহারণ। যদিও আইপিএল শেষে আজ বুধবার দুবাই থেকে সিডনি উড়ে যাওয়া হল না রোহিত শর্মার। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে রোহিত মাঠে ফিরলে নির্বাচকরা হিটম্যানকে টেস্ট দলের জন্য বেছে নেন। তবে বুধবার দুবাই থেকে ভারতের অস্ট্রেলিয়াগামী বিমানে ছিলেন না রোহিত। আইপিএল শেষে দেশে ফিরতে চলেছেন রোহিত শর্মা।
রোহিতের দেশের ফেরার খবরে মনে করা হচ্ছে, টেস্ট সিরিজের আগের সময়টা হিটম্যান ভারতের বেঙ্গালুরুর এনসিএতে ডাক্তারদের পরামর্শে রাখা হবে। সেখানেই হ্যামস্ট্রিংয়ের চোটের পর্যালোচনা করা হবে। এরপর ফিটনেস টেস্টে পাস করে রোহিত অস্ট্রেলিয়া উড়ে যাবেন।
Comments are closed.