গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পাশে থাকার বার্তা ভারতের
নিজস্ব সংবাদদাতা : গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াল ভারত। দীর্ঘদিনের যুদ্ধের ফলে সিরিয়ায় খাদ্য ও পানীয়ের চরম সঙ্কট দেখা দিয়েছে। বোমার আঘাতে একের পর এক হাসপাতাল গুঁড়িয়ে গিয়েছে। এই সঙ্কটময় পরিস্থিতিতে সিরিয়াকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিল ভারত সরকার। চলতি মাসের শুরুতেই ভারতের কাছে জরুরি ভিত্তিতে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছিল সিরিয়া সরকার। মানবিকতার নজির গড়ে সিরিয়াকে ইতিমধ্যেই দু’হাজার মেট্রিক টন চাল পাঠিয়েছে নয়াদিল্লি।
রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, চলতি সঙ্কটজনক পরিস্থিতিতে সিরিয়ার জনগণকে সব ধরনের সাহায্য করবে নয়াদিল্লি। শুধু খাদ্য সামগ্রী বা পানীয় জল নয়, দামাস্কাসকে তাদের চাহিদা মতো ওযুধও দেওয়া হবে। উল্লেখ্য, ভারত ছাড়াও রাশিয়া এবং ইরানও বাশার আল আসাদের সরকারকে সাহায্য করছে। অন্যদিকে কট্টর সিরিয়া বিরোধী অবস্থান নিয়েছে আমেরিকা। পাশাপাশি শরণার্থীদের রক্ষা ও কুর্দ জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের নামে সিরিয়ার একটি অংশ দখল করে নিয়েছে তুরস্ক।
Comments are closed.