চতুর্থ টেস্টে জয়ের সুবাদে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত

নিজস্ব সংবাদদাতা : আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডকে এক ইনিংস এবং ২৫ রানে হারিয়ে ৩-১ এ সিরিজ জয় ভারতের। বিরাট বাহিনীর কাছে পর্যদুস্ত রুট বাহিনী। চতুর্থ টেস্টে জয়ের সুবাদে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে থেকেই খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করল। নিউজিল্যান্ড আগেই ফাইনালে উঠেছিল। তারা শেষ পর্যন্ত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকল। আগামী ১৮ জুন লর্ডসে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
That victory against England means India finish the league phase of the inaugural ICC World Test Championship with a fine view from the top of the table 🔝#INDvENG | #WTC21 pic.twitter.com/rXFiKPXdB7
— ICC (@ICC) March 6, 2021
আহমেদাবাদে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে থেমে গেল মাত্র ১৩৫ রানে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল মূলত ভারতীয় স্পিনারদের দাপটেই। ওয়াশিংটন সুন্দরের নিখুঁত ব্যাটিংয়ে ভর করে ১৬০ রানের লিডে এগিয়ে ছিল ভারত। দিনের শুরুতে অক্ষর এবং ওয়াশিংটনের দাপটে কোণঠাসা হয়ে যান ইংরেজ বোলাররা। অক্ষর ৯৭ বলে ৪৩ রান এবং ওয়াশিংটন ৯৬ রানে অপরাজিত থাকেন। ফলে চতুর্থ ইনিংসে ব্যাট করতেই হল না কোহলি-পূজারাদের। বল হাতে আবারও ম্যাজিক দেখান দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর অক্ষর দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করলেন ৫ উইকেট। অশ্বিনও দখল করলেন ৫ উইকেট।
Comments are closed.