Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

India overtakes Japan to become 4th largest economy: জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত, দাবি নীতি আয়োগের সিইও-র

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব অর্থনীতিতেও ভারত তার দাপট দেখাতে সক্ষম হচ্ছে। জাপানকে পিছনে ফেলে বিশ্বের সেরা অর্থনীতির তালিকায় আরও একধাপ এগিয়ে গেল দেশ। এই মুহূর্তে ভারত জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। শনিবার নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যম এই তথ্য জানিয়েছেন। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দশম বৈঠকের পর তিনি বলেন, ‘গ্লোবাল এবং অর্থনৈতিক পরিবেশ ভারতের জন্য অনুকূল রয়েছে এবং আমি যেমন বলছি, আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আজ আমরা ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়েছি।’

নীতি আয়োগের বৈঠক শেষে সিইও বিভিআর সুব্রহ্মণ্যম বললেন, “আমরা যখন কথা বলছি, তখন ভারত চার ট্রিলিয়নের অর্থনীতি হয়ে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে। আমরা এই গতিটা ধরে রাখতে পারলে আগামী ২.৫-৩ বছরে আমরা তৃতীয় স্থানে উঠে আসতে পারব। এই মুহূর্তে শুধু আমেরিকা, চিন আর জার্মানি আমাদের আগে।”

- Sponsored -

আইএমএফ-এর রিপোর্টে বলা হয়েছে জাপান বিশ্ব বাণিজ্যের লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে। ফলে তাদের অর্থনৈতিক বৃদ্ধি ০.৬ শতাংশে থমকে গেছে। যা ২০২৫ ও ২০২৬ সালের জন্য থমকেই থাকতে চলেছে। অন্যদিকে ভারত যে গতিতে ছুটছে তাতে ২০২৮ সালে ভারতের জিডিপি বেড়ে দাঁড়াতে পারে ৫ হাজার ৫৮৪ বিলিয়ন ডলারে। সেক্ষেত্রে ২০২৮ সালে জার্মানিকেও টপকে যেতে চলেছে ভারত।

India overtakes Japan to become 4th largest economy

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Leave A Reply