Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

কুলভূষণের সুরক্ষার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ভারত : বিদেশমন্ত্রক

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

কুলভূষণ যাদবের সুরক্ষার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ভারত এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, এমনটাই জানানো হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “আমরা ডিপ্লোমেটিক চ্যানেলের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছি। কুলভূষণ যাদবের সুরক্ষার জন্য সবরকম পদক্ষেপ করছে আমাদের সরকার।” বৃহস্পতিবার পাক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, ‘কুলভূষণ যাদবের জন্য আইনজীবী নিয়োগ করার জন্য ভারতকে আরেকটি সুযোগ দিচ্ছে ইসলামাবাদ হাইকোর্ট’, তারপরেই এই বিবৃতি ভারতের বিদেশমন্ত্রকের। ৬ অক্টোবর পর্যন্ত বিষয়টি মুলতুবি রেখেছে ইসলামাবাদ হাইকোর্ট।

- Sponsored -

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব

গত মাসে ভারতের বিদেশমন্ত্রক জানায়, পাকিস্তানকে বলা হয়েছে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা পুনর্বিবেচনার জন্য ভারতীয় আইনজীবী নিয়োগ করা হোক। ভার্চুয়াল বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “আমরা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ রাখছি। আমরা আন্তর্জাতিক আদালতের চিঠি এবং তার মর্যাদাকে মাথায় রেখে অবাধ এবং শান্তিপূর্ণ শুনানিতে বিশ্বাস করি। কুলভূষণ যাদবের জন্য পাকিস্তানকে আমরা ভারতীয় আইনজীবী নিয়োগের কথা বলেছি।” বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও বলেন, “পাকিস্তানের উচিত মূল বিষয়ে মনোযোগ দেওয়া। তার মধ্যে রয়েছে এই মামলায় সমস্ত নথি যোগান দেওয়া এবং কুলভূষণ যাদবকে অবাধ কূটনৈতিক সহায়তা দেওয়া।”

ভারতের তরফেই যুক্তি দেওয়া হয়েছে যে, পাকিস্তানকে কুলভূষণ যাদবকে নিঃশর্ত এবং অবাধ কূটনৈতিক সহায়তা দিতে হবে। পাশাপাশি ভারতের কূটনৈতিক আধিকারিকদের সঙ্গে কুলভূষণ যাদবের সাক্ষাৎ যাতে কোনও পাকিস্তানি আধিকারিকের উপস্থিতিতে না হয় এবং তা যেন ভয়হীন পরিবেশ এবং অবাধ হয় তা সুনিশ্চিত করতে হবে ইসলামাবাদকে। এছাড়াও কুলভূষণ যাদব এবং ভারতীয় কূটনৈতিক আধিকারিকদের আলোচনা যাতে কোনরকম অডিও বা ভিডিয়ো রেকর্ডিং না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে পাকিস্তানকে। বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, কুলভূষণ যাদবের সঙ্গে ভারতের কূটনৈতিক আধিকারিকদের বৈঠকে গোপনীয়তা রক্ষা করতে হবে এবং সেই সময় কোনও পাকিস্তানি আধিকারিকের উপস্থিত থাকা যাবে না বা ওই বৈঠকের আলোচনা রেকর্ড করা যাবে না। পাকিস্তানের দাবি, ২০১৬ সালে গুপ্তচরবৃত্তির অভিযোগে বালুচিস্তান থেকে কুলভূষণ যাদবকে গ্রেফতার করা হয়। একাধিকবার কূটনৈতিক সহায়তা না দিয়ে পাকিস্তান ভিয়েনা চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে ভারতের অভিযোগে মান্যতা দেয় দেয় আন্তর্জাতিক আদালত।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.