আমেরিকার কাছ থেকে সেনার জন্য শীতের পোশাক কিনছে ভারত
নিজস্ব সংবাদদাতা : লাল ফৌজকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতও চোখে চোখ রেখে সমরসজ্জা উন্নত করার প্রক্রিয়া জারি রেখেছে। উত্তেজনা এমন জায়গায় পৌঁছেছে যে লাদাখের বিভিন্ন অংশে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই দেশের বাহিনী। এই অবস্থায় অধিক উচ্চতায় শীতের সময় যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে ভারতীয় সেনাদেরও। আর সেই জন্যই জরুরি ভিত্তিতে আমেরিকার কাছ থেকে সেনার জন্য শীতের পোশাক কিনছে ভারত।
২০১৬ সালের অগস্টে ভারত-মার্কিন সেনার মধ্যে সাক্ষরিত ‘দ্য লজিস্টিকস এক্সচেঞ্জ মেমোরান্ডাম এগ্রিমেন্ট’-এর আওতায় শীতের পোশাক কিনছে ভারত। এই চুক্তি অনুসারে অস্ত্র, জ্বালানি, যুদ্ধবিমান, ট্যাঙ্ক প্রভৃতির অংশ এবং অন্যান্য সরঞ্জাম ভারত ও মার্কিন সেনা বাহিনী একে অপরের থেকে নিতে পারবে। ইতিমধ্যেই ভারতীয় সেনার দ্বিতীয় শীর্ষ আধিকারিক এস কে সাইনি মার্কিন প্যাসিফিক কমান্ডের সঙ্গে সরঞ্জাম ক্রয় নিয়ে আলোচনা করতে সেখানে গিয়েছেন।
গলওয়ান সীমান্তে চিন সেনার আগ্রাসনের পরই সজাগ ভারতীয় বাহিনী। দুই দেশের কূটনৈতিক পর্যায়ে বেশ কয়েকটি বৈঠকের পরও বরফ গলেনি একটুকুও। পারস্পরিক হুঁশিয়ারিতে এলএসি উত্তপ্ত হয়েছে আরও। শীতকালে লাদাখ সীমান্ত থেকে সেনা সরাতে চাইছে না ভারত। লালফৌজকে শীতকালে মোকাবিলা করার জন্য ইতিমধ্যেই বৈঠকে বসেছিলেন সেনাপ্রধান এম এম নারাভানে। জানা গিয়েছে, মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাতেও আমেরিকার তৈরি শীত পোশাক পরে যুদ্ধ করতে পারবেন জাওয়ানরা। এরপরই শীত পোশাক কেনার তোড়জোড় শুরু করে নয়াদিল্লি।
Comments are closed.