India Restricts Port Access For Bangladeshi Goods: বাংলাদেশি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা ভারতের
বাংলাদেশের অর্থনীতিতে বড়সড় ধাক্কা। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত।

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের অর্থনীতিতে বড়সড় ধাক্কা। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাকসহ সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। শনিবার ভারত সরকারের বাণিজ্য এবং শিল্প বিষয়ক মন্ত্রকের অধীন ডিজিএফটি বা ‘ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড’-র তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, দেশের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি খাবার, রেডিমেড পোশাক আর আমদানি করা যাবে না ভারতে। ফল, প্রসেসড ফুড, ঠান্ডা পানীয়, চিপস, কাঠের আসবাবপত্র, পিভিসি পাইপ — কোনও ভাবেই অসম, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি ল্যান্ড পোর্ট দিয়ে ভারতে ঢুকবে না বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
নয়া নির্দেশিকা অনুযায়ী, বাংলাদেশে তৈরি রেডিমেড পোশাক এখন শুধুমাত্র মুম্বইয়ের নহাভা শেভা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে ভারতে আসতে পারবে। বাংলাদেশের মাছ, ভোজ্য তেল, স্টোন চিপস এবং এলপিজি আমদানির ক্ষেত্রে অবশ্য এই নিষেধাজ্ঞা থাকছে না। তবে ভারত হয়ে নেপাল বা ভুটানে ওই সব পণ্যের যাওয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
কেন্দ্রের এই নির্দেশিকার ফলে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন স্থল বন্দর, উত্তরবঙ্গের ফুলবাড়ি, চ্যাংড়াবান্ধা, হিলি, মহদিপুর, দক্ষিণবঙ্গের পেট্রাপোল ও ঘোজাডাঙ্গা স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বহুলাংশে বন্ধ হয়ে যাবে।
India Imposes Port Curbs On Import Certain Bangladeshi Goods