আত্মসমর্পণ বিরাটদের, অ্যান্ডারসনের আগুনে বোলিংয়ে ব্যর্থ ভারতীয় ব্যাটিং
নিজস্ব সংবাদদাতা : ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পঞ্চমদিনে ২২৭ রানে হার ভারতের৷ অ্যান্ডারসনের আগুনে বোলিংয়ে ব্যর্থ ভারতীয় ব্যাটিং। প্রথম ইনিংসে পন্থ, ওয়াশিংটন সুন্দররা দুরন্ত ব্যাটিং করলেও দ্বিতীয় ইনিংসে ইংরেজ বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেন তাঁরা। অ্যান্ডারসন ১৭ রানে ৩ উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন বয়স কোনও ফ্যাক্টর নয়। প্যাভিলিয়নের রাস্তা দেখালেন শুবমান গিল, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থদের মতো ফর্মে থাকা ব্যাটসম্যানদের। অন্যদিকে ইংল্যান্ড স্পিনার জ্যাক লিচ ৭৬ রানে নিলেন ৪টি উইকেট।
❇️ A 1-0 series lead
❇️ A place atop #WTC21 standingsSignificant gains for England after they defeated India by 227 runs the first Test!#INDvENG report 👇https://t.co/pwzd5YB3wo
— ICC (@ICC) February 9, 2021
চিপকের মাঠে প্রথম টেস্টে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ৫৭৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংস শেষ করে ৩৩৭ রানে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ১৭৮ রানে অল-আউট হয়ে যায়। ঘরের মাটিতে জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভারত শেষ ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯২ রানে। মধ্যাহ্ন বিরতির আগে ভারতের স্কোর ছিল ১৪৪/৬। এরপর কিছুটা লড়াই চালান ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতের হয়ে ভদ্রস্থ রান করেন অধিনায়ক কোহলি। ইনিংসের ৫৫তম ওভারে ব্যক্তিগত ৭২ রানে বেন স্টোকসের বলে বোল্ড হন তিনি। ১০৪ বলের ইনিংসে ৯টি বাউন্ডারির মারেন ভারত অধিনায়ক।
5️⃣ Overs
3️⃣ Maidens
6️⃣ Runs
3️⃣ WicketsOne of the great spells @jimmy9 🐐
Scorecard: https://t.co/dE3BqcSAE5#INDvENG pic.twitter.com/UBFOYQKG1m
— England Cricket (@englandcricket) February 9, 2021
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪২০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে একের পর এক উইকেটের পতন হয় ভারতের। এক এক করে রোহিত ১২, গিল ৫০, পূজারা ১৫, কোহলি ৭২, রাহানে ০, পন্ত ১১, ওয়াশিংটন ০, অশ্বিন ৯, নদিম ০, বুমরা ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ৫ রানে অপরাজিত থাকেন ইশান্ত।
Comments are closed.