দেশে করোনা আক্রান্ত ২২ লক্ষের বেশি, সুস্থতার হার ৬৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬২ হাজার ৬৪ জন। ফলে ভারতে মোট করোনা আক্রান্ত ২২ লক্ষ ১৫ হাজার ৭৪ জন। আক্রান্ত বাড়লেও দেশে করোনা রোগীর সুস্থতার হারও বেশ স্বস্তিদায়ক। দেশে মোট আক্রান্তের প্রায় ৬৯ শতাংশই সুস্থ। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৫ লক্ষ ৩৫ হাজার ৭৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭ জনের। এখনও পর্যন্ত মোট ৪৪ হাজার ৩৮৬ জনের মৃত্যু হল দেশে। ২.৩৩ শতাংশ থেকে দেশে মৃত্যুহার কমে দাঁড়াল ২.০১ শতাংশে। যা বেশ স্বস্তিদায়ক।
দেশে মহারাষ্ট্রে প্রতিদিনের মতো সংক্রমণমাত্রা অত্যাধিক। এখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৩৩২ জন। মৃতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৭৫৭ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ২ লক্ষ ৯৬ হাজার ৯০১ জন। মৃত ৪ হাজার ৯২৭ জন। এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৩৬ জনের। রাজধানী দিল্লিতে আক্রান্ত ১ লক্ষ ৪৫ হাজার ৪২৭ জন। মৃতের সংখ্যা ৪ হাজার ১১১ জন। কর্নাটকে মোট আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৭ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৮ জন।
এরই সাথে দেশের অন্যান্য রাজ্য যেমন– কেরল, তেলাঙ্গানা, গুজরাত, গোয়া, রাজস্থান, বিহার, অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, জম্মু ও কাশ্মীর, ত্রিপুরাতেও করোনা সংক্রমণে জেরবার মানুষজন।
পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ প্রতিদিন দ্রুতগতিতে বাড়ছে। ৯ অগস্ট প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, বাংলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৩৯ জন। আক্রান্ত বেড়ে হল ৯৫ হাজার ৫৫৪ জন। গত ২৪ ঘণ্টার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৯৬ জন। রাজ্যে মোট সুস্থ হয়েছেন ৬৭ হাজার ১২০ জন। এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৭৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৪ জনের। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৫৯ জন।
Comments are closed.