Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

প্যাংগং-এ গুলি চালিয়েছে ভারত : চিন, আন্তর্জাতিক মহলে ভুল তথ্য দিচ্ছে বেজিং : নয়াদিল্লি

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

ভারতীয় সেনা অবৈধভাবে প্যাংগং লেক সংলগ্ন নিয়ন্ত্রণ রেখা পার করে গুলি চালায়, যার ফলে জবাব দিতে বাধ্য হয় লাল ফৌজ, সরকারি পত্রিকায় এমনটাই উল্লেখ করেছে চিনের সরকার। চিনা লালফৌজের অন্যতম মুখপাত্র ঝেং সুইলিকে উদ্ধৃত করে চিনের সরকারি পত্রিকা গ্লোবাল টাইমসে উল্লেখ করা হয়েছে, “ভারত-চিন সীমান্তে পশ্চিম দিকে প্যাংগং হ্রদের দক্ষিণ দিকে সেনপাও পর্বতমালার কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে ভারত।” লাল ফৌজের ওই মুখপাত্র বলেন, “দুই দেশের মধ্যে হওয়া চুক্তি গুরুতরভাবে লঙ্ঘন করেছে ভারত। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, যার ফলে গুরুতরভাবে ভুল-বোঝাবুঝি তৈরি হতে পারত এবং সেনাবাহিনী প্ররোচিত হত।”

- Sponsored -

তাঁর দাবি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করা সেনাবাহিনী প্রত্যাহার করা উচিত ভারতের এবং এই ধরনের বিপদজনক পদক্ষেপ থেকে সরে আসা উচিত। গ্লোবাল টাইমসে চিনা সেনার মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, “আমরা চাই অবিলম্বে ভারত এই ধরনের বিপদজনক পদক্ষেপ থেকে বিরত থাকুক। একেবারে নিয়ন্ত্রণ রেখা পার করা সেনাবাহিনী প্রত্যাহার করুক, সামনের সারির সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করুক, প্রকৃতভাবে যারা গুলি চালিয়েছে তদন্ত করে তাঁদের শাস্তি দিক, এবং এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা করুক।”

মঙ্গলবার সূত্র মারফত জানা যায়, পশ্চিম লাদাখের যে এলাকায় ভারত ও চিন সেনাবাহিনী রয়েছে সেখানে গুলি চলে। লাদাখ সীমান্তে কৌশলগতভাবে নিজেদের শক্তি বাড়িয়েছে ভারত। দিন কয়েক আগে চিনা সেনা অনুপ্রবেশের চেষ্টা করলে তা রুখে দেয় ভারতীয় সেনাবাহিনী। একটি বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আমন আনন্দ বলেন, “২৯ এবং ৩০ অগস্টের রাতে পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে উত্তেজক পরিস্থিতির মধ্য দুই দেশের সেনাবাহিনী ও কূটনৈতিক পর্যায়ে বৈঠকে যে ঐক্যমতে পৌঁছানো হয়েছিল তা লঙ্ঘন করে চিনে লাল ফৌজ এবং সেখানকার অবস্থান বদলের জন্য প্ররোচিত পদক্ষেপ করে চিনা সেনাবাহিনী।” গত এপ্রিল মে মাস থেকেই ফিঙ্গার এরিয়া, গালওয়ান উপত্যকা হট স্প্রিং এবং কংরুং এলাকায় একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা করে চিনের লাল ফৌজ। ফলে তখন থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। জুন মাসে গালওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে সংঘর্ষে কুড়ি জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হলে উত্তেজনা আরও বাড়ে।

৭ সেপ্টেম্বর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারতের ফরোয়ার্ড পজিশনের খুব কাছাকাছি চলে আসার চেষ্টা করে চিনের সেনাবাহিনী, জানায় ভারতীয় সেনাবাহিনী। আরও বলা হয়েছে, “আমাদের সেনাবাহিনীর থেকে বাধা পেয়ে আমাদের বাহিনীকে ভয় দেখাতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় লাল ফৌজ।” ভারতীয় সেনাবাহিনীর তরফের বিবৃতিতে বলা হয়েছে, তাদের ঘরোয়া এবং আন্তর্জাতিক শ্রোতা ও দর্শকদের ভুল বোঝাতে এই বিবৃতি দিয়েছে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.