গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে অলিম্পিক হকির সেমিফাইনালে ভারত
সাম্যজিৎ ঘোষ
অলিম্পিকের একাদশ দিন গেমসের সেরা দিন গেল ভারতের। একইদিনে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদকে পাওয়ার পর ভারতের পুরুষ হকি দল ৪১ বছর পর সেমিফাইনালে উঠল অলিম্পিকে। গতবারের বিজয়ী গ্রেট ব্রিটেনকে ৩-১ গোলে হারিয়ে দিল ৮বারের চ্যাম্পিয়নরা।
এই ম্যাচে প্রথম দুটি কোয়ার্টারে ২ গোলে এগিয়ে যায় ভারত। দিলপ্রীত সিং ও গুরজন্ত সিং গোল করার পর ব্রিটেন আক্রমণে চাপ বাড়ায়। এরপর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমায় ব্রিটেন । গোল করেন ফিলিপ রোপার। কিন্তু পাল্টা আক্রমণে এরপর হার্দিক সিং দুরন্ত গোল করে ম্যাচ কার্যত পকেটে নিয়ে নেয়। এই ম্যাচে ভারত সবকটি ফিল্ড গোল করে। আর তা যেন ভারতের পুরনো দিনের ক্লাসিক্যাল হকির সময় ফিরিয়ে দিল। ১৯৮০ সালের পর ফের অলিম্পিক হকিতে পদকের আশা জাগাচ্ছে ভারত।
Comments are closed.