Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে স্বল্প আয়োজনে এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

দেশের ৭৪তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে সেজে উঠছে লালকেল্লা। তেরঙ্গা কাপড়ে মুড়ে ফেলা হয়েছে লালকেল্লাকে। সেজে উঠেছে লালকেল্লার ভিতর-মঞ্চ, যেখানে ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সামনে অল্প কিছুসংখ্যক চেয়ার রাখা হয়েছে। সূত্রের খবর, এবার অতিথি সেইভাবে থাকবেন না কেউ। তবে কয়েকটি স্কুল পড়ুয়া এবং জনা কয়েক নেতা-মন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। প্রতিবারের মতোই এবারও লালকেল্লা থেকেই পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী মোদি।

বিএসএফ, সশস্ত্র সীমাবল, দিল্লি ও কেন্দ্রীয় পুলিশ বাহিনী থেকে শুরু করে নিরাপত্তার কোনও খামতি থাকছে না এবার। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরপত্তাকর্মী জানালেন, প্রতিবার যেভাবে নিরাপত্তার নিশ্চিদ্র বলয় তৈরি করা হয়, এবারও সেইরকমই থাকছে। বরং এবার নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হয়েছে।

- Sponsored -

পুলিশের রুটমার্চ, টহলদারি, বাইকবাহিনী তো রয়েছেই– এছাড়া কিছু কিছু জায়গায় রয়েছে সশস্ত্র সীমাবলের ক্যাম্প। সেখান থেকেও চলছে নজরদারি। আগেরদিন থেকেই সাধারণ মানুষের চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে লালকেল্লায়। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সংবাদমাধ্যমকেও। বাইরে থেকেই ছবি সংগ্রহ করতে হচ্ছে সংবাদমাধ্যমকে। রয়েছে দিল্লি পুলিশের বিশেষ মোবাইল ভ্যান, অ্যাম্বুলেন্স।

প্রতিবারের স্বাধীনতা দিবসে কিছু না কিছু ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারও তিনি কী চমক দেন সেদিকে নজর রয়েছে দেশবাসীর। বিশেষ করে করোনা ভাইরাস এবং লকডাউনের পরিস্থিতি নিয়ে দেশের প্রধান প্রশাসক কোনও বিশেষ ঘোষণা করেন কিনা, সেদিকে লক্ষ্য সবার।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.