গান্ধিঘাটে স্মারক স্তম্ভে পুষ্পার্ঘ্য রাজ্যপাল ধনকরের
নিজস্ব সংবাদদাতা : স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার বারাকপুরের গান্ধিঘাটে আজ সকালে গান্ধি স্মৃতি স্মারক স্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর। করোনা পরিস্থিতিতে এবার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব রাজীব সিনহা, জেলাশাসক চৈতালি চক্রবর্তী প্রমুখ।
Paying floral tributes to Father of the Nation at Gandhi Ghat Barrackpore on Independence Day.
Urged people to recall the sacrifice of freedom fighters and ensure democratic values are not compromised.
We must abjure political violence and KEEP NATION ALWAYS FIRST. pic.twitter.com/T9Y9iID9X1
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 15, 2020
রাজ্যপাল এদিন বলেন, ‘দেশের গণতন্ত্রকে মজবুত করতে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেরই যৌথ ভূমিকা রয়েছে। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী দুজনকেই সংবিধান মেনে কাজ করতে হয়। দুজনের মধ্যে বিভেদ কাম্য নয়।’ পাশাপাশি কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারেরও তিনি ভূয়সী প্রশংসা করেন। রাজ্যপাল বলেন, ‘সরকারি কর্মচারীদের একটা দায়বদ্ধতা রয়েছে। রাজনীতির ঊর্ধ্বে উঠে তাঁদের কাজ করতে হবে।’
Comments are closed.