মা ক্যান্টিনের উদ্বোধন, ৫ টাকায় পেট ভরে ভাত এবার রানাঘাটে
নিজস্ব সংবাদদাতা: একুশের বিধানসভা নির্বাচনের আগেই ৫ টাকায় পেট ভরে এক বেলা খাবারের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের সেই প্রকল্পের নাম দিয়েছিলেন ‘মা ক্যান্টিন’। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় চালু হয়েছে এই ক্যান্টিন।
এবার রাজ্য সরকারের সহযোগিতায় রানাঘাট পৌরসভার ব্যবস্থাপনায় বুধবার থেকে পথ চলা শুরু হলো ‘মা ক্যান্টিনের’। রানাঘাট পৌরসভায় এদিন ক্যান্টিনের উদ্বোধন করেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার। উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার মুখ্য প্রশাসক কুশলদেব বন্দ্যোপাধ্যায়-সহ পৌর প্রশাসক মণ্ডলীর সদস্যবৃন্দ।
প্রথম দিন ৩০০ জন সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় দুপুরের আহার। দেওয়া হয় ডিমের তরকারি ও ভাত। প্রতিদিন নিয়মিত ভাবে রানাঘাট পৌরসভার মা ক্যান্টিন থেকে মিলবে দুপুরের আহার। নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ টাকার বিনিময়ে সাধারণ মানুষকে কুপন সংগ্রহ করতে হবে। তারপর কুপন দেখলেই ‘মা ক্যান্টিন’ থেকে মিলবে দুপুরের খাবার। এই পরিষেবা চালু হয় খুশির হাওয়া এলাকায়।
Comments are closed.