রাজ্যে ৫ জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ২৬! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : বজ্রাঘাতে রাজ্যে মৃত্যুমিছিল। ৫ জেলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। শুধু হুগলিতে মৃত্যু হয়েছে ১১ জনের, মুর্শিদাবাদে ৯ জন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৪ জন এবং বাঁকুড়ায় মৃত্যু হয়েছে ২ জনের। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে পিএমও। আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বজ্রাঘাতে মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় বিপর্যয় তহবিল থেকে দু- লক্ষ টাকা ক্ষতিপূরণ দানের অনুমোদন দিয়েছেন।
আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।— PMO India (@PMOIndia) June 7, 2021
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘পশ্চিমবঙ্গে বজ্রাঘাতে যারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের বেদনার সঙ্গে আমি সমব্যথী, পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
The loss of lives due to lightning in different parts of West Bengal is deeply saddening. My sincerest condolences to the families of those who have lost their loved ones. Praying for the speedy recovery of those injured.
— Amit Shah (@AmitShah) June 7, 2021
ট্যুইটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রাঘাতে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা স্বজন হারালেন, তাঁদের বেদনার সঙ্গে আমি সহমর্মী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।’
এদিকে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে বুধ ও বৃহস্পতিবার দেখা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Comments are closed.