‘শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র’ বিলোপ! গেরুয়া থেকে ফের নীল-সাদা তৃণমূল পার্টি অফিস
নিজস্ব সংবাদদাতা : শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ও বিধায়কের পদ ত্যাগের পর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বুকে তৃণমূলের দুই পার্টি অফিসের রং বদলে হয়েছিল গেরুয়া। সামনে বড় বড় হরফে লেখা হয়েছিল ‘শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র’।
বৃহস্পতিবার সকাল থেকে এই দুটি পার্টি অফিস পুনরায় উদ্ধার করল তৃণমূল। গেরুয়া রং মুছে করা হল ফের নীল সাদা। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও টাঙানো হল দলীয় কার্যালয়ে।
প্রসঙ্গত বেশ কয়েক দিন আগে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে নিয়ে কার্যত জল্পনা উঠেছিল তুঙ্গে। সেই জল্পনার মাঝে গতকাল অর্থাৎ বুধবার তাঁর বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্র খোলা হয় গোটা জেলা জুড়ে। এরপর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কার্যালয়ে অফিসে রাতের অন্ধকারে কেউ বা কারা পার্টি অফিসের নাম মুছে দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি খবর পেয়ে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে নতুন ভাবে গেরুয়া রং মুছে নীল-সাদা করে দেন।
তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয় পুনরুদ্ধার করায় ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অনুগামী বহিস্কৃত তৃণমূল নেতা কণিষ্ক পণ্ডা। রং বদল নিয়ে আইনের পথে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন কণিষ্ক।
Comments are closed.