Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ক্যান্সার নিয়ে করোনার সঙ্গে লড়াই! যুদ্ধজয়ী মধ্যপ্রদেশের শতায়ু বৃদ্ধা

জয়দীপ সেন

জরায়ু ক্যান্সার নিয়ে ১৪ দিন হোম আইসোলেশনে থেকে করোনা মুক্ত হলেন শতায়ু বৃদ্ধা। মধ্যপ্রদেশের খরগাঁও জেলার এই ঘটনায় করোনামুক্ত রুক্মিণী চৌহান এখন গোটা রাজ্যের অনুপ্রেরণা। এই প্রসঙ্গে বিকাশখণ্ডের স্বাস্থ্যকর্তা অনুজ কারখুর বলেছেন, “রুক্মিণী চৌহান বিশ্বের সবেচেয়ে বৃদ্ধ করোনা-মুক্ত ব্যক্তি। গত ২১ জুলাই তাঁর সংক্রমণ ধরা পড়ে। কিন্তু তাঁর কোনও উপসর্গ ছিল না। তাই বাড়িতেই পৃথক ঘরে তাঁকে আইসোলেশনে রাখা হয়। যেহেতু উনি শতায়ু এবং জরায়ুর ক্যান্সারে ভুগছেন, তাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে।”

- Sponsored -

করোনাজয়ী রুক্মিণী চৌহান। ছবি সৌজন্য : নবভারত টাইমস

পরিবার সূত্রে খবর, সরকারি তরফে চিকিৎসা পরিষেবা উনি পাচ্ছিলেন। আমরা পৃথক আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছি। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা এসে প্রায় ওর অক্সিজেন মাত্রা দেখে গিয়েছেন। জেলা স্বাস্থ্যকর্তা দাবি, “স্বাস্থ্য মন্ত্রকের নতুন গাইডলাইন মেনে গত দু’টি নমুনা পরীক্ষায় ওই বৃদ্ধের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই সোমবার আমরা তাঁকে করোনামুক্ত ঘোষণা করেছি। তবে আরও ১৪ দিন তাঁকে আইসোলেশনে থাকতে হবে।” এদিকে, ইন্দোরের নবতিপর এক বৃদ্ধাও সম্প্রতি করোনা মুক্ত হয়েছেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.