টি-২০ বিশ্বকাপ ভারতে না হলে ব্যাক-আপ ভেন্যু দুই দেশ
বেঙ্গল ফাস্ট : ২০২১-এর টি-২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হবে নির্ধারিত সময়ে৷ আইসিসি আগেই এমনটা জানিয়েছে৷ তবে ভারত বিশ্বকাপ আয়োজন করতে না-পারলে তা চলে যেতে পারে শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরশাহীতে৷ ২০২১ টি-২০ বিশ্বকাপের আয়োজক দেশ ভারতের পাশাপাশি ব্যাক-আপ হিসেবে দ্বীপরাষ্ট্র এবং মরু শহরকে রাখছে আইসিসি৷
গত সপ্তাহে আইসিসি নিশ্চিত করেছে যে, ফিউচার ট্যুর প্রোগ্রামের সময়সূচি অনুসারে আগামী বছরের টি-২০ বিশ্বকাপ হবে ভারতে৷ আর স্থগিত হয়ে যাওয়া ২০২০ টি-২০ বিশ্বকাপ হবে ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে৷ তবে যে কোনও বিশ্ব ইভেন্টের জন্য ব্যাক-আপ ভেন্যু তালিকাভুক্ত করা স্ট্যান্ডার্ড প্রোটোকল। মহামারীর কারণে সম্ভাব্য ব্যাক-আপ ভেন্যুগুলি চিহ্নিত করে প্রতিটি আইসিসি ইভেন্টের জন্য স্ট্যান্ডার্ড অনুশীলন এবং অতিরিক্ত তাৎপর্য নেওয়া৷ করোনা মহামারীর কারণে চলতি বছরের আইপিএল দেশের মাটিতে করতে পারেনি বিসিসিআই৷
ভারতে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে৷ সমীক্ষায় দেখা গিয়েছে, ভারত এই মুহূর্তে বিশ্বের তৃতীয় সবচেয়ে করোনা ক্ষতিগ্রস্ত দেশ৷ সরকারি পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত ২০ লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন৷ আর মারা গিয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ৷ সুতরাং আগামী বছরও ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় থেকেই যাচ্ছে৷
Comments are closed.