কৃষি আইন প্রত্যাহার না করলে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি টিকায়েতের
নিজস্ব সংবাদদাতা: নয়া কৃষি আইন বাতিলের দাবি কেন্দ্র না মানলে আরও বাড়বে আন্দোলনের ঝাঁঝ। হরিয়ানার কুরুক্ষেত্রের পেহোয়ার এক সভা থেকে হুঁশিয়ারি রাকেশ টিকায়েতের। দাবি না মানলে আরও বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা নেওয়া হবে। ৪০ লক্ষ ট্র্যাক্টর নিয়ে আন্দোলনকারীরা রাস্তায় নামবে বলে হুঙ্কার ভারতীয় কিসান ইউনিয়নের এই নেতার।
পাশাপাশি দেশের বাকি অংশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন রাকেশ। সভা থেকে ‘আন্দোলনজীবী’ শব্দ নিয়ে প্রধানমন্ত্রীকেও কটাক্ষ করেছেন বিকেইউ-এর নেতা। তাঁর মতে, ‘প্রধানমন্ত্রী কোনও আন্দোলনেই কোনও দিন অংশ নেননি। আন্দোলনজীবীদের সম্পর্কে তিনি কী বুঝবেন?’
Comments are closed.