‘নিখিলের সঙ্গে বিয়ে নয়, সহবাস করেছি’! অকপট নুসরতে হইচই
নিজস্ব সংবাদদাতা : নিখিলের সঙ্গে তাঁর সম্পর্ককে ‘সহবাস’-এর তকমা দিয়েছেন নুসরত। আর এ নিয়ে হইচই নেটনাগরিকদের মধ্যে। নুসরত জানিয়েছেন, ‘নিখিলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি।’ তবে নিখিলের সঙ্গে কী সম্পর্ক তাঁর? নুসরত জানিয়েছেন, ‘আইন অনুযায়ী ওটা বিয়েই নয়। কিন্তু, এক ধরনের সম্পর্ক। যাকে বলা যেতে পারে, সহবাস বা লিভ-ইন রিলেশনশিপ।’
এরইমধ্যে তৃণমূলের তারকা সাংসদ, তথা টলি-অভিনেত্রী নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে চারিদিকে। জানা গিয়েছে, বর্তমানে ৬ মাসের সন্তানসম্ভবা নুসরত। যদিও এ বিষয়ে সরাসরি নায়িকা মুখ খোলেননি। যদিও এই সন্তানের বাবা কে! তা জানা যায়নি। তবে কারুর কারুর সন্দেহের তির নুসরতের বর্তমান প্রেমিক অভিনেতা যশ দাশগুপ্তের ওপর।
আবার সন্তানসম্ভবা নুসরতের এই খবর শুনে নিখিল জৈনও এই সন্তানকে স্পষ্টই অস্বীকার করেছেন। নিখিলের দাবি নুসরতের সঙ্গে তিনি প্রায় সাতমাস যাবৎ একসঙ্গে থাকেন না। সুতরাং এই সন্তান তাঁর বলার কোনও প্রশ্নই ওঠেনা।
এদিকে নিখিলের সঙ্গে বিয়ে নিয়ে প্রশ্ন তুললেন স্বয়ং নায়িকাই। তুরস্কে তাঁদের আইন মেনে বিয়ে হয়নি। সংশ্লিষ্ট দেশের আইনে এই বিয়ে অবৈধ। এছাড়াও হিন্দু-মুসলিম বিয়ের ক্ষেত্রে বিশেষ নিয়ম মানা উচিত। কিন্তু তাঁদের বিয়ের ক্ষেত্রে তা মানা হয়নি। নুসরত জানিয়েছেন, ‘আইন অনুযায়ী ওটা বিয়েই নয়। কিন্তু, এক ধরনের সম্পর্ক। যাকে বলা যেতে পারে, সহবাস বা লিভ-ইন রিলেশনশিপ। কাজেই ডিভোর্সের প্রশ্নই ওঠে না। বহু আগে আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু, এ নিয়ে আমি কিছু বলিনি। কারণ, আমি ব্যক্তিগত জীবন নিজের মধ্যেই রাখতে চাইছিলাম।’ তবে লোকসভার ওয়েবসাইটে সাংসদ হিসেবে যে নথি রয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে শ্রীমতী নুসরত জাহান বিবাহিতা এবং তাঁর স্বামীর নাম নিখিল জৈন। নুসরতের স্বামী নিখিল জৈন সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন, ‘তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।’ এমনকী ওই সন্তানের পিতৃত্বও অস্বীকার করেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯-এর ১৯ জুন তুরস্কে এক রাজকীয় বিবাহ বাসরে চার হাত এক হয়েছিল নিখিল-নুসরতের। ইসলাম, হিন্দু ও খ্রিস্টান, তিন ধর্ম মতেই বিয়ে করেছিলেন তাঁরা। তবে বিয়ের এক বছর গড়াতে না গড়াতেই অবশ্য সম্পর্কে ফাটল ধরে। নিখিলের আলিপুরের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসেন নুসরত। কিন্তু এ নিয়ে কোনওদিনই সংবাদমাধ্যমের সামনে খোলসা করে কিছু বলেননি নিখিল-নুসরত। তাঁদের মধ্যে ঠিক কী হয়েছিল, কেন ভালবেসে বিয়ে করার পরেও তাঁদের সম্পর্ক তিক্ত হয়ে গেল, তা স্পষ্ট ভাবে কিছুই জানাননি তারা।
এ দিকে নিখিলের সঙ্গে সম্পর্কে ফাটল ধরার পরেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্কের গুঞ্জন শোনা যায় টলিপাড়ায়। ‘এসওএস কলকাতা’ নামের একটি ছবি করতে গিয়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে বলে সূত্রের খবর। এ বিষয়ে ঝেড়ে না কাশলেও দুই তারকার সোশ্যাল মিডিয়া ফলো করলেই স্পষ্ট হয়ে গিয়েছিল তাঁদের সম্পর্কের রসায়ন। ডিসেম্বরে আজমীর ট্রিপেও গিযেছিলেন দু’জন। এছাড়া মাঝেমধ্যেই তাঁদের একত্রে পার্টি করার ছবি বা ডিনার ডেটের ছবি ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে নাকি একই সঙ্গে থাকছেন ‘যশরত’।
Comments are closed.