Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ধেয়ে আসছে ‘গতি’, পুজোর মুখে নতুন ঘূর্ণাবর্তে ঘাঁটতে পারে উৎসব

নিজস্ব সংবাদদাতা : আমফানের পর এবার ধেয়ে আসছে ‘গতি’। এবার অতি শক্তিশালী ঝড় ‘গতি’ অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে আঘাত আনতে চলেছে। আন্দামান সাগর থেকে এই নিম্নচাপ এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার জেরে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ১২ তারিখ থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত। অন্যদিকে আরও একটি ঘূর্ণাবর্ত অন্ধ্রপ্রদেশ থেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার পরোক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গে। ভেস্তে যেতে পারে শারদ উৎসব।

- Sponsored -

সোমবার সকালে অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে প্রবেশ করবে ‘গতি’। ঘন্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে। সঙ্গে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশে প্রদেশে জারি করা হতে পারে লাল সংকেত।

দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আন্দামান সাগরে দানা বাঁধা নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্র উপকূল স্পর্শ করবে গভীর নিম্নচাপ হিসাবে। তারপর তা চলে যাবে তেলাঙ্গানার দিকে। এর জেরে এই দুই রাজ্যে ভারী বৃষ্টি হলেও আপাতত বাংলায় তার কোনও প্রভাব পড়বে না। তবে নতুন করে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে তা যথেষ্টই পশ্চিমবঙ্গের প্রতি চিন্তার কারণ হবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.