পোগবা-বেঞ্জিমাদের আটকে দিল হাঙ্গেরি, গ্রুপের ভাগ্য শেষ ম্যাচেই

সাম্যজিৎ ঘোষ
গ্রুপ অফ ডেথে ফের চমক। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দুর্দান্ত খেলে পয়েন্ট ছিনিয়ে নিল হাঙ্গেরি। ধারে-ভারে সব দিকে থেকেই হাঙ্গেরির চেয়ে অনেকটাই এগিয়ে ছিল পোগবা-বেঞ্জিমারা। যে কারণে শুরু থেকে রক্ষণাত্মক মানসিকতা নেয় হাঙ্গেরি। দশ জন মিলে ডিফেন্স করছিল তারা। ফ্রান্স সেই ডিফেন্স ভেঙে উঠতে পারেনি। প্রতি আক্রমণে উঠে বিরতির ঠিক আগে ফিওলার গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। পোগবারা আক্রমণের ঝড় তুললেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয়।
🔝❓
Who will finish top of Group F? #EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 19, 2021
ম্যাচের ৬৬ মিনিটে গ্রিজমান সমতা ফেরান। এর পর অবশ্য আর গোলের মুখ খুলতে পারেনি ফ্রান্স। উল্টোদিকে গোলের তেমন চেষ্টাও করেনি হাঙ্গেরি। স্বাভাবিক ভাবেই ম্যাচ শেষ হয় ১-১। ফ্রান্সকে আটকে উৎসবে মাতে হাঙ্গেরি দল ও দর্শকরা। এদিকে ম্যাচ ড্র করে শেষ আটে ওঠার লড়াই জমিয়ে দিল হাঙ্গেরি। প্রথম ম্যাচেও পর্তুগালকে প্রায় আটকে দিয়েছিল হাঙ্গেরি। গোল করে এগিয়ে গেলেও তা বাতিল হয়। ফ্রান্স আর হাঙ্গেরি ম্যাচের এই গ্রুপ থেকে সব দলেরও শেষ আটে যাওয়ার সুযোগ রইল অঙ্কের হিসাবে। গ্রুপের শেষ ম্যাচে ঠিক হবে তা।
Comments are closed.