Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিএসএনএল কর্মীদের পাশে মানবাধিকার সংগঠন

নিজস্ব সংবাদদাতা : আর্থিক সংকটে বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited)। সংস্থার দুরাবস্থা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে নুন আনতে পান্তা ফুরনোর উপক্রম। সরকারি সংস্থা হয়েও কার্যত সরকারি উদাসীনতায় দেউলিয়ার পথে দেশের সবথেকে বড় সরকারি দূরভাষ সংস্থা। আর্থিক অনটন এমন একটা জায়গায় নিয়ে গেছে বিএসএনএল-এর কর্মীদের যা আজ দেশের তামাম রাজনৈতিক দল থেক আমজনতার অগোচরে নয়। আর্থিক অভাবে ইতিমধ্যেই আত্মহত্যা করেছেন ১০ জন কর্মী। ১৪ মাস ধরে হাতে বেতন পাননি ৪ হাজার কর্মী।

- Sponsored -

এমনই এক সংকটকালে সংস্থার কর্মীদের অধিকার ফিরিয়ে দিতে এগিয়ে এল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। কীভাবে এই দুরাবস্থা থেকে বেরিয়ে আসা যায় তার জন্য ১০ অগস্ট এক বৈঠক করল বিএসএনএল-এর ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সূত্রের খবর, বৈঠক থেকে গৃহীত সিদ্ধান্ত লিখিত আকারে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও বিএসএনএল কর্মী ইউনিয়নের অভিযোগ, ‘জোর করে স্বেচ্ছাবসর নিতে বাধ্য করা হচ্ছে। অবসরের সময় আসার অনেক আগেই এই পদক্ষেপের ব্যাপারে সবটা জেনেও কার্যত নীরব কেন্দ্রীয় সরকার। এভাবে সরকার মানবাধিকার লঙ্ঘন করছে। তারই বিরুদ্ধে এই পদক্ষেপ।’ কেন্দ্রীয় সরকারকে সব জানানোর পরও যদি কোনও পদক্ষেপ না নেওয়া হয়, তা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিএসএনএল কর্মী সংগঠন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.