মুখ্যমন্ত্রীর প্রস্তাবে মান্যতা রেলের! হাওড়া-শিয়ালদায় অফিস টাইমে ১০০ শতাংশ ট্রেন
নিজস্ব সংবাদদাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকে মান্যতা দিয়ে হাওড়া-শিয়ালদা শাখায় ১০০ শতাংশ লোকাল ট্রেন চালানোর ব্যাপারে সহমত পোষণ করল রেল। বৃহস্পতিবার ভবানীভবনে রেল-রাজ্যের বৈঠকের পর জানানো হল দিনের ব্যস্ততম সময়ে অর্থাৎ অফিস টাইমে চলবে ১০০ শতাংশ লোকাল ট্রেন। চলতি সপ্তাহ থেকেই তা কার্যকর হতে চলেছে।
বৃহস্পতিবার ভবানীভবনে রেল ও রাজ্য সরকারের প্রতিনিধিরা আলোচনায় বসেন। কী ভাবে ভিড় নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা। নিউ নর্মালে বুধবার ট্রেন পরিষেবা চালু হতেই রাজ্য প্রশাসন এবং রেলকর্তারা দেখেন স্বাস্থ্যবিধি উপেক্ষা করে স্টেশন চত্বরে ভিড় হয়ে যায় যাত্রীদের। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে অতিরিক্ত ভিড়ের জন্য উষ্মাপ্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেন যাতে আরও বেশি করে লোকাল ট্রেন চালিয়ে ভিড় নিয়ন্ত্রণ করা যায়। মুখ্যমন্ত্রীর সেই প্রস্তাবে সাড়া দিয়ে দিনের ব্যস্ততম সময়ে হাওড়া-শিয়ালদা শাখায় চালানো হবে ১০০ শতাংশ লোকাল ট্রেন।
উল্লেখ্য, হাওড়া-শিয়ালদা শাখায় প্রতিদিন গড়ে ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। এই দুই শাখায় দৈনিক দেড় হাজার ট্রেন যেখানে চলে, সেখানে আপাতত ৬৯৫টি ট্রেন চলাচল করছে। প্রথম দিন অর্থাৎ বুধবার প্রায় ৮৪ শতাংশ ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছিল রেল। কিন্তু ট্রেন চালানো সম্ভব হয় ৭৫ শতাংশ। অল্প সংখ্যায় ট্রেন চলায় যাত্রীদের অতিরিক্ত ভিড় হয়ে যাওয়ায় করোনা সুরক্ষাবিধি লাটে ওঠে। যা যথেষ্টই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় রাজ্য প্রশাসনের। এরপর আজ ভবানী ভবনে রাজ্য প্রশাসন এবং রেলকর্তাদের বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে মান্যতা দিয়ে ঘোষণা করা হয় আগামীকাল থেকে ৯৫ শতাংশ এবং কয়েকদিন বাদেই ১০০ শতাংশ ট্রেন চালানো হবে।
Comments are closed.