Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

পড়ে থাকা তারে তড়িদাহত, হাওড়ার বিগার্ডেনে মৃত ২

নিজস্ব সংবাদদাতা : হাওড়ার বিগার্ডেন থানা এলাকায় তড়িদাহত হয়ে মৃত ২ যুবক। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে গঙ্গায় স্নান করার জন্য বিগার্ডেন ঘাটে যান দুই বন্ধু। বৃষ্টি ও জোয়ারের জল রাস্তায় উঠে আসে এলাকায়। সেই জলে সিইএসসির বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে থাকায় তড়িদাহত ওই দুইজন। তড়িদাহত হয়ে জলেই ভাসতে থাকেন দুই যুবক।

- Sponsored -

হাওড়া জেলা হাসপাতালে স্বজন হারানোর কান্না। নিজস্ব চিত্র

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিগার্ডেন থানার পুলিশ ও সিইএসসির কর্মীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর দুই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রীকান্ত দাস ও সুমন স্বর্ণ হাওড়ার লিপি সিনেমা হল ও স্বর্ণময় রোডের বাসিন্দা। দুইজনের একজন টোটো চালক ও একজন প্রাইভেট গাড়ির চালক।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.