পড়ে থাকা তারে তড়িদাহত, হাওড়ার বিগার্ডেনে মৃত ২
নিজস্ব সংবাদদাতা : হাওড়ার বিগার্ডেন থানা এলাকায় তড়িদাহত হয়ে মৃত ২ যুবক। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে গঙ্গায় স্নান করার জন্য বিগার্ডেন ঘাটে যান দুই বন্ধু। বৃষ্টি ও জোয়ারের জল রাস্তায় উঠে আসে এলাকায়। সেই জলে সিইএসসির বিদ্যুতের একটি তার ছিঁড়ে পড়ে থাকায় তড়িদাহত ওই দুইজন। তড়িদাহত হয়ে জলেই ভাসতে থাকেন দুই যুবক।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিগার্ডেন থানার পুলিশ ও সিইএসসির কর্মীরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন করার পর দুই যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত শ্রীকান্ত দাস ও সুমন স্বর্ণ হাওড়ার লিপি সিনেমা হল ও স্বর্ণময় রোডের বাসিন্দা। দুইজনের একজন টোটো চালক ও একজন প্রাইভেট গাড়ির চালক।
Comments are closed.