‘আপনার ছেলে কী করে কোটি কোটি টাকা করল’! পৈলানের ভরা সভায় অমিত শাহকে আক্রমণ মমতার
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনার পৈলানে তৃণমূলের জনসভায় অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শাহের ‘পিসি-ভাইপো’র আক্রমণের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘খালি দিদি-ভাইপো করছে। আগে ভাইপোর সঙ্গে লড়াই করে দেখাও। মনে রাখুন অমিত শাহ, দুর্নীতির অভিযোগ থেকে আপনার ছেলেও রক্ষা পাবে না। নিজের ছেলেকে আড়াল করবেন আর বাকিদের ভয় দেখাবেন। আপনার ছেলে কী করে ক্রিকেটের মাথায় বসল? কী করে কোটি কোটি টাকা করল? মনে রাখবেন সে-ও তো আমার ভাইপো।’
একুশের ভোটে বঙ্গ রাজনীতিতে ‘পিসি-ভাইপো’ নিয়ে ক্রমাগত তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে বিজেপি। এদিন ডায়মন্ড হারবারের পৈলানের সভামঞ্চ থেকেও জবাব দিলেন মমতা। তিনি বলেন, ‘অভিষেক বিশেষ গুরুত্ব পায় না আমার কাছে। হাজরায় যখন আমাকে মারা হয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। মাথায় ব্যান্ডেজ দেখে একাই কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করত। স্লোগান দিত, দিদিকে কেন মারলে জবাব দাও। তার জন্যই ওকে রাজনীতিতে এনেছি। তোমাদের ছেলেমেয়েরা তো বিদেশে চলে যায়। আমাদের ছেলেমেয়েরা এই মাটিতে থেকে লড়াই করে। আমাদের ছেলেমেয়েরাও বিদেশ যেতে পারত! অভিষেককে দুর্ঘটনা করে মেরে ফেলার চেষ্টা হয়নি?’ মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘অভিষেককে উপ-মুখ্যমন্ত্রীও করিনি, দলের সভাপতিও করিনি। লোকসভাতেও দাঁড়াতে বারণ করেছিলাম। বলেছিলাম, তুই দলের কাজ কর। তোকে রাজ্যসভায় পাঠাব। কিন্তু ও বলেছিল, মানুষের ভোটে আমি জিততে চাই। রাজ্যসভায় পাঠানো তো আমার হাতের মুঠোয় ছিল। আমাদেরটা সামনে থেকে দেখা যায় বলে। আর তোমাদের ছেলেমেয়েরা কী করে জানা নেই তাই। আগুন নিয়ে খেলবে না। আমার সঙ্গে পেরে উঠবে না।’
এদিন গঙ্গাসাগর নিয়ে অমিত শাহের করা মন্তব্যেরও জবাব দিলেন মমতা। তৃণমূল নেত্রী শাহর উধ্বৃতি টেনে বলেন, ‘বিজেপির একজন নেতা, তিনি নামেই দুনম্বর। আমি নাম বলব না। তিনি গিয়ে বলেছেন, আরে গঙ্গাসাগর কেয়া হ্যায়। ইতনা খারাব ইতনা খারাব?– কোথায় ছিলে? লোক যাওয়ার যোগ্য ছিল না। একটা পয়সা দিয়েছ? ৬-৭ বছর ক্ষমতায় রয়েছ। নোটবন্দি, ঘরবন্দি করেছ, এলপিজি, পেট্রোলের দাম বাড়িয়েছ, দাঙ্গা করিয়েছ। আর কী করেছ? কই একবারও তো এসব নিয়ে কিছু বলো না?’
রাজ্যে দুর্গা পুজো করা নিয়ে বিজেপির করা মন্তব্যে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, খালি বড় বড় কথা। হিন্দু ধর্ম! আমাদের হিন্দু ধর্ম শেখাবেন? আমরা কেউ হিন্দু নই? কান ধরে হিন্দু ধর্ম শিখিয়ে দিতে পারি আমরা। এখানে বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদার জন্ম। চোরের মায়ের বড় গলা। সবচেয়ে বড় চোর, তার আবার বড় গলা। বলছে জিতবে। কী করে জিতবে? শুধু কলা পাবেন।”
Comments are closed.