শ্মশানে না পুড়িয়ে দাহ গ্রামেই, উত্তেজনা পোলবায়

রূপম চট্টোপাধ্যায়
মধ্যরাতে পুলিশ পাহারায় মৃতদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় উত্তেজনা ছড়াল হুগলির পোলবা থানার বাইনান ও উচাই গ্রামে। স্থানীয় মানুষদের অভিযোগ, বুধবার রাত ১২ টার পর সোয়াখালের ধারে একটি মৃতদেহ দাহ করা হয় পুলিশের উপস্থিতিতেই। স্থানীয় মানুষ আগুন দেখে কাছে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ জায়গাটি ঘিরে রাখার জন্য কেউ কাছে গিয়ে কার মৃতদেহ সৎকার হচ্ছে বা কী কারণে মৃত তা জানতে পারেনি। পুলিশের এই গোপনীয়তার জন্য স্থানীয় গ্রামবাসীরা মৃতদেহটি করোনা রোগীর বলেই সন্দেহ করেছে।
এদিকে প্রশাসনের একাংশ স্বীকার করেছে স্থানীয় বিধায়ক, বিডিও এবং পঞ্চায়েতর সম্মতিতেই যা করার করা হয়েছে। অন্যদিকে যে জায়গায় মৃতদেহটি পোড়ানো হয়েছে তার আশেপাশে চাষের জমি ও নার্সারি আছে। গ্রামের মানুষদের ওই জায়গাটিতে অবাধ যাতায়াত। শ্মশানের বদলে এমন একটি জায়গায় করোনার মৃত ব্যক্তির দেহ দাহ করায় পাওনান, উচাই ও আতুরঘের গ্রামের বাসিন্দারা ক্ষোভে ফুঁসছে। ঘটনায় মুখে কুলুপ এঁটেছে পুলিশ।
Comments are closed.